• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসীদের এনআইডি সেবা দিতে ফি নির্ধারণের কথা ভাবছে সরকার

আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৮
প্রবাসী
স্মার্ট জাতীয় পরিচয়পত্র

প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র সরবরাহে ‘ফি’ নির্ধারণের চিন্তাভাবনা করা হচ্ছে। শিগগিরই বিষয়টি কমিশনের বৈঠকে তোলা হবে। বললেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

সাইদুল ইসলাম বলেন, প্রবাসে স্মার্ট কার্ড বিতরণ সেবার কাজটি করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে। আগামী ২৮ তারিখে কমিশন সভায় বিষয়টি আলোচনায় রাখা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, প্রবাসীরাই এই সেবা নিতে ফি নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তারা নানা আলোচনায় বলেছেন, আমরা ফ্রি কিছু চাই না। এটি আমরা টাকা দিয়েই নিতে চাই। এজন্য প্রবাসে এ সেবার জন্য খুব বেশি ফি ধরা হবে না। একটা টোকেন ফি ধরা হলে এর গুরুত্বও থাকবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৮ মে)
প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৭ মে)
X
Fresh