• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রাজধানীতে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮
rab, police,
আবু সায়েম ওরফে সিফাত

রাজধানীর শ্যামলী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। তার নাম আবু সায়েম ওরফে সিফাত (২৬)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান এ তথ্য জানান।

তিনি বলেন, গত সপ্তাহে জঙ্গি সংগঠনের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিলে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে শ্যামলী লিংক রোডে অভিযান চালানো হয়। অভিযানে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সিফাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪টি উগ্রবাদী বই, ১টি লিফলেট, ২টি ল্যাপটপ এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মামুন আরও জানান, আসামি দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিবাদী জিহাদী বই প্রচার করতো। নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে সে নিয়োজিত ছিল। তাদের লক্ষ্য হচ্ছে ধর্মীয় উগ্রবাদী মনোভাব সম্পন্ন যুবকদের জিহাদে উদ্বুদ্ধ করা ও নাশকতা সৃষ্টি করা। সিফাতের ল্যাপটপ ও মোবাইল তল্লাশি করে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বাকী সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএফ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াত মদদ দিচ্ছে : আইনমন্ত্রী
X
Fresh