• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

আবারও পেছাল সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯
Once again, the investigation report of Pechal Sagar-Runi murder was submitted
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল। আদালত আগামী ১৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এ নিয়ে ৭৪ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় নতুন এ দিন ধার্য করেন।

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যোষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর শেরেবাংলা থানায় নিহত রুনির ভাই নওশের রোমান একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার হাইকোর্টের নির্দেশে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাছ না পেয়ে সাগর থেকে খালি হাতে ফিরছেন জেলেরা
ইমরানের তোশাখানা মামলার নতুন করে তদন্ত
গাজীপুরে ২ ট্রেনের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
ভূমধ্যসাগরে নৌকায় অক্সিজেন সংকটে ৮ বাংলাদেশির মৃত্যু
X
Fresh