• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

স্বাস্থ্য পরীক্ষার মূল্য তালিকা চেয়েছে হাইকোর্ট

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২
High Court Health Examination
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণের নতুন তালিকা দেশের সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারের কাছে চেয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুসারে নীতিমালা প্রণয়নের খসড়া চূড়ান্ত করার বিষয়ে সর্বশেষ তথ্য আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী ড. বশির আহমেদ আদালতে রিট আবেদনের শুনানি করেন। তিনি সাংবাদিকদের বলেন, আদালত ডাক্তারদের প্রাক্টিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সর্বশেষ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ করে রিভাইস করে নতুন যে তালিকা করা হয়েছে তাও দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাদশে ভর্তি ১৫ থেকে ২৫ জুলাই, ক্লাস শুরু ৩০ জুলাই 
যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটার নির্দেশ
স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা
করোনায় প্রাণ গেল আরও একজনের
X
Fresh