• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

গাবতলীতে সংঘর্ষ : ৭ পরিবহন শ্রমিক রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মার্চ ২০১৭, ২১:৩০

রাজধানীর গাবতলীতে ধর্মঘট চলাকালে সংঘর্ষের মামলায় ৭ পরিবহন শ্রমিকের ১দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতের বিচারক আলমগীর কবির রাজ রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, মো. সোহেল, ফজলে রাব্বী, আলামিন ও এনামুল হক।

পুলিশ আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা উদঘাটনের জন্য আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক। তবে আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জোহা রিমান্ড বাতিলের দাবি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আলাদা ঘটনায় আদালতে দু'বাস চালকের দণ্ডের প্রতিবাদে মঙ্গল ও বুধবার ধর্মঘট পালন করে শ্রমিকরা। এ সময় গাবতলী অবরোধ করে ব্যাপক তাণ্ডব চালায় শ্রমিকরা। পুলিশ বক্স ও পুলিশের রেকারেও আগুন দেয়া হয়। এসব ঘটনায় বৃহস্পতিবার পুলিশ ও এক ক্ষতিগ্রস্থ ব্যক্তি ৩ টি মামলা করেন।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh