• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাল পবিত্র ঈদুল ফিতর

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০১৬, ১১:০৬

বৃহস্পতিবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার দেশের শাওয়াল মাসের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। তাই জাতীয় চাঁদ দেখা কমিটিতে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ধর্মমন্ত্রী মতিউর রহমান সাংবাদিকদের জানান, দেশের সাতটি বিভাগীয় এবং ৬৪টি জেলা কার্যালয় থেকে চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকেও পর্যবেক্ষণ চালানো হয়েছে। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর মেলেনি।

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ বছর বাংলাদেশে ৩০ রোজা পালন করতে হবে। শাওয়াল মাস গণনা শুরু হবে বৃহস্পতিবার থেকে এবং ওইদিনই হবে ঈদুল ফিতর।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোও এবার ৩০ দিন রোজা করে বুধবার ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh