• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাস চলাচল শুরু, স্বাভাবিক হচ্ছে দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মার্চ ২০১৭, ১৭:৩১

৩৩ ঘন্টা ভোগান্তির পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ সারাদেশ। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাজে ফেরার আহ্বানের পর যাত্রীবাহী বাস-মিনিবাসসহ সব রকমের যান চলাচল শুরু হয়েছে।

শ্রমিক নেতারা বলছেন, নৌপরিবহনমন্ত্রীর আহ্বানে আমরা আশ্বস্ত হয়েছি। বাস টার্মিনালগুলোতে মাইকিং করা হয়েছে। দ্রুত সব স্বাভাবিক হয়ে যাবে।

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় নিহত হবার ঘটনায় বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা ধর্মঘট পালনকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহতও হন।

বুধবার দুপুরে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বৈঠক করেন। পরে পরিবহন সমিতির মতিঝিল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এরপর থেকেই যান চলাচল শুরু হয়, স্বাভাবিক হতে শুরু করে দেশ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh