• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নিজেকে সৎ দাবি করলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি

আরটিভি নিউজ

  ১২ আগস্ট ২০২০, ১৫:৫৫
Mohammad Abul Kalam Azad
অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। ফাইল ছবি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেকে সৎ দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ। স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে তদন্তে সবধরনের সহযোগিতা করা ও অপরাধীদের শাস্তিও কামনা করেছেন তিনি।

আজ বুধবার (১২ আগস্ট) দুর্নীতি দমন কমিশনে (দুদক) টানা ছয় ঘণ্টা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেন অধ্যাপক ডা. আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগে করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে চিকিৎসা কার্যক্রমসহ নানা বিষয় নিয়ে সমালোচিত হন তিনি। এন-৯৫ মাস্কের মোড়কে বিভিন্ন হাসপাতালে সাধারণ মাস্ক সরবরাহ কেলেঙ্কারির ঘটনায়ও তার নাম জড়ায়। সবশেষ রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারিতে সমালোচনায় পড়ে নিজের পদ থেকে সরে দাঁড়ান ডা. আবুল কালাম।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য অধিদপ্তরের ৪ নির্দেশনা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা
আড়াই মাসে ডেঙ্গুতে ২০ মৃত্যু, পরিস্থিতি আরও খারাপের শঙ্কা
X
Fresh