• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘পাঁচ বছরে ৬৬ হাজার ১৪ জন পুলিশের শাস্তি হয়েছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৬

বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গেলো পাঁচ বছরে ৬৬ হাজার ১৪ জন পুলিশ সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। এর মধ্যে ৬১ হাজার পুলিশকে লঘুদণ্ড, ৩ হাজার ৬শ’ পুলিশকে অন্যান্য গুরুদণ্ড ও ৫০৪ জন পুলিশকে চাকুরিচ্যুত কিংবা বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরীর প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

এদিকে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল ২০১৭ সংসদে পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। নতুন বিলে আনসার ব্যাটালিয়ন সদস্যদের চাকরি স্থায়ীত্বের সময়সীমা ৬ বছর করা হয়েছে। যা বিদ্যমান আইনে ৯ বছর।

এসময় মন্ত্রী বলেন, ব্যাটালিয়ন আনসার সদস্যদের সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিদের মতো নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান দেয়া হয় এবং প্রশিক্ষণ দেয়া হয়। তবে অন্যদের মতো দু’ বছর সন্তোষজনক চাকরির পর তাদের চাকরি স্থায়ী হয় না।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh