logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০, ২৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৪২ জন, আক্রান্ত ২৯৯৫ জন, সুস্থ হয়েছেন ১১১৭ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশের কোন জেলায় আক্রান্ত কত?

আরটিভি নিউজ
|  ০২ আগস্ট ২০২০, ১৫:০৩ | আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৫:২৪
How many are affected in any district of the country?
ছবি সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই না। গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২২ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। সুস্থ হয়েছেন ৫৮৬ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। মারা যাওয়া ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

রোববার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৫০৫ জন, চট্টগ্রামে ৭৬৫, রাজশাহীতে ১৯০, খুলনায় ২২৯, বরিশালে ১২৬ জন, সিলেটে ১৫২, রংপুরে ১১৯ জন, ময়মনসিংহে ৬৮ জন মারা গেছেন।

দেশে মোট মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছর বয়সী বছরের মধ্যে ৩২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী বছরের মধ্যে ৮৭ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী বছরের মধ্যে ২০৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী বছরের মধ্যে ৪৩৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী বছরের মধ্যে ৯০৯ জন, ৬০ বছরের বেশি বয়স্ক বছরের মধ্যে ১৪৬২ জন মারা গেছেন।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। শনাক্তের হার ২৪ দশমিক ৫ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। এদিকে আরও ৬৮৬ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ৮৩৯ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৫৬ দশমিক ৮৪ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ৫২,২০২, চট্টগ্রাম ১৩,৫০৩, নারায়ণগঞ্জ ৫,৮২৫, বগুড়া ৪,৫৫৫, ফরিদপুর ৪,৫১২, কুমিল্লা ৪,১৬৭, খুলনা ৪,০৬৩, গাজীপুর ৪,০৩৯, সিলেট ৩,৭৮৭, কক্সবাজার ৩,১৫৮, নোয়াখালী ৩,০২৫, রাজশাহী ২,৭৫১, মুন্সীগঞ্জ ২,৫০৩, ময়মনসিংহ ২,০৫২, কিশোরগঞ্জ ১,৯৬৫, নরসিংদী ১,৮৪৮, চাঁদপুর ১,৬৮৬, বরিশাল ১,৬৮৬, যশোর ১,৬৩১, রংপুর ১,৫৩৯, টাঙ্গাইল ১,৫১৫, ব্রাহ্মণবাড়িয়া ১,৫০৯, গোপালগঞ্জ ১,৪৯৭, কুষ্টিয়া ১,৪১৪, লক্ষ্মীপুর ১,৩২৬, দিনাজপুর ১,৩০৮, সিরাজগঞ্জ ১,২৯৪, সুনামগঞ্জ ১,২৭৮, মাদারীপুর ১,১৩৯, রাজবাড়ী ১,১১২, হবিগঞ্জ ১,০৫৫, শরীয়তপুর ১,০৩৫, ফেনী ১,০২৯, নওগাঁ ৯২১, পটুয়াখালী ৯০৫, জামালপুর ৮৫৪, মানিকগঞ্জ ৮৪০, মৌলভীবাজার ৮৩৯, পাবনা ৮২২, ঝিনাইদহ ৮১৬, জয়পুরহাট ৬৬৫, সাতক্ষীরা ৬৬১, নড়াইল ৬৫৫, নেত্রকোনা ৬২৩, নীলফামারী ৬০০, গাইবান্ধা ৫৭৮, বাগেরহাট ৫৪৪, চুয়াডাঙা ৫১৮, বরগুনা ৫১১, রাঙ্গামাটি ৫১১, বান্দরবান ৫০৭, ভোলা ৪৮৭, চাঁপাইনবাবগঞ্জ ৪১৬, খাগড়াছড়ি ৪১৪, নাটোর ৩৯৭, কুড়িগ্রাম ৩৭৭, ঠাকুরগাঁও ৩০১, লালমনিরহাট ২৯৪, শেরপুর ২৬, ঝালকাঠী ২৪২, পঞ্চগড় ২৩৩, পিরোজপুর ২১৮ ও মেহেরপুর ১৫১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
পি
 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২০৬৬৪৯৮ ১৫৩০৮৯ ৩৫১৩
বিশ্ব ২০৫৫৩৩২৮ ১৩৪৬৫৬৪২ ৭৪৬৬৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়