• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরিজ সমতার ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৮, ১৭:৩৮

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে স্বাগতিক ইংল্যান্ড। সেখান থেকে ইংলিশদের ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ আজকে দ্বিতীয় ম্যাচেই।

ট্রেন্টব্রিজে প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পায় ভারত। প্রথমে ব্যাট করে ১০ উইকেটে ২৬৮ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ৪০.১ ওভার ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারতীয়রা।

আজ শনিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনে পার করে দুই ওপেনার জেসন রয় আর জনি বেরিষ্ট্রো।

রয় করেন ৪২ বলে ৪০ রান। ব্রেষ্ট্রো করেন ৩১ বলে ৩৮ রান। উইকেটে আছেন জো রুট ও ইয়ন মরগান।

এখন পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ১২১ রান। দুই ওপেনারকে আউট করেন কুলদিপ যাদব।

ইংল্যান্ড দল:

জেসন রয়, জনি বেরিষ্ট্রো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।

ভারত দল:

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনী, হার্দিক পান্ডিয়া, সিদ্ধার্থ কাউল, কুলদিপ যাদব, উমেশ যাদব ও যুগেন্দ্র চাহাল।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh