• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের বিপক্ষে ২৩৭ রান করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৩

এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৩৭ রান তুলেছে পাকিস্তান। আজ রোববার দুবাইয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে এই রান সংগ্রহ করেছে সরফরাজ আহমেদের দল।

পাকিস্তানের হয়ে ইনিংস গড়ায় মুখ্য ভূমিকা রেখেছেন আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক শোয়েব মালিক (৯০ বলে ৭৮)। এছাড়া অনেক দিন পর অধিনায়ক সরফরাজও খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস (৬৬ বলে ৪৪)।

এ ছাড়া ২১ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন আসিফ আলি। অন্যদিকে ৪৪ বলে ৩১ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া কেউই উল্লেখযোগ্য ইনিংস উপহার দিতে পারেননি।

এদিকে আগের দুই ম্যাচের পারফরম্যান্স ধরে রাখতে পারেননি ভারতীয় বোলাররা। যুজবেন্দ্র চাহাল, কুলদীপ জাদব ও জসপ্রিত বুমরাহ তুলে নিয়েছেন দুটি করে উইকেট।

এই ম্যাচে যারা জয় পাবে ফাইনালে যাওয়াটা তাদের জন্য অনেকটা নিশ্চিত বললেই চলে।

আরও পড়ুন :

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh