• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে বার্সার ম্যালকম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

আগামী মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের রিয়াদে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে স্বাগতিক সৌদি আরবের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচে অংশ নিবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটিকে সামনে রেখে এবার ব্রাজিল দলে প্রথমবারের মতো ডাক পেলেন এ মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়া তরুণ উইঙ্গার ম্যালকম।

সৌদি আরবে অনুষ্ঠেয় দুটি ম্যাচের জন্য গতকাল (শুক্রবার) ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

কোচ তিতের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা, মিডফিল্ডার উইলিয়ান ও ডগলাস কস্তা। জুভেন্টাস তারকা কস্তার না থাকার কারণ হিসেবে সম্প্রতি চোট পাওয়া এবং লিগে প্রতিপক্ষের খেলোয়াড়কে থুতু দেয়ার কথা উল্লেখ করেন তিতে। এদিকে দলে ফিরেছেন বিশ্বকাপ মিস করা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো ও ম্যানসিটির গ্যাব্রিয়েল জেসুস।

ব্রাজিল দলে অভিষেকের অপেক্ষায় ম্যালকম ছাড়াও রয়েছেন বোর্দোর ডিফেন্ডার পাবলো ও গ্রেমিওর গোলরক্ষক ফেলিপে।

দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো ও গোলরক্ষক এদেরসন। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে ম্যাচের দলে তারা অনুপস্থিত ছিলেন।

ব্রাজিল দল:
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ফেলিপে (গ্রেমিও)

ডিফেন্ডার: দানিলো (ম্যানচেস্টার সিটি), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), ফাবিনিয়ো (লিভারপুল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), এদের মিলিতাও (পোর্তো), পাবলো (বোর্দো)

মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), রেনাতো আউগুস্তো (বেইজিং গোয়ান), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফিলিপ কুতিনহো (বার্সেলোনা), ফ্রেড(ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যালকম(বার্সেলোনা), রিশার্লিসন (এভারটন), ওয়ালেস (হানোভার)

ফরোয়ার্ড: গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), নেইমার (পিএসজি), এভেরটন (গ্রেমিও)।

আরও পড়ুন :

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিপক্ষের জালে সাবিনা-মারিয়াদের ১৯ গোল
নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
X
Fresh