• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ইনজুরি আক্রান্ত তামিমের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৬

এশিয়া কাপের ১৪তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলতে গিয়ে দ্বিতীয় ওভারে লঙ্কান বোলার সুরাঙ্গা লাকমালের বলে ইনজুরিতে পড়েন বাংলাদেশের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল। পরে মাঠ থেকে সরাসরি হাসপাতালে চলে যান তিনি।

সেখানে স্ক্যান করে দেখা যায় তার কব্জিতে তিন থেকে চার জায়গায় চিড় ধরেছে। যার দরুন চার সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান। সেই সঙ্গে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়।

এশিয়া কাপ থেকে ছিটকে পড়ায় মঙ্গলবারই দেশে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল। তার শারীরিক অবস্থা জানার জন্য আজ (বুধবার) দুপুরে তামিম ইকবালকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তামিম ছিটকে পড়া ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ের একেবারে শেষ মুহূর্তে অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ঘটান। ৪৬.৫ ওভারে মুস্তাফিজ আউট হওয়ার পর সবাই যখন বাংলাদেশের ইনিংস শেষ ধরে ছিলেন তখনই ডান হাতে ব্যাট নিয়ে মাঠে প্রবেশ করেন তামিম। মাঠে নেমেই সুরাঙ্গা লাকমালের একটি বল একহাতে মোকাবেলা করেন। দেশের জন্য তামিমের এ সাহসীকতা প্রশংসিত হয় দেশে-বিদেশে।

প্রধানমন্ত্রী ফোন করে তামিমকে বলেন, তোমরা দেশের সম্পদ। বহির্বিশ্বে দেশের মুখ দিন দিন উজ্জ্বল করছো। নিজেদের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। খেলায় হার-জিত থাকবেই। ওইদিনের ম্যাচে সাহসী ভূমিকার জন্য তামিমকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য বলেন তামিমকে। কুণ্ঠাবোধ না করে যে কোনো বিষয় তাকে জানাতেও বলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেষ পর্যন্ত বাংলাদেশ সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
X
Fresh