• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রথম দিনে সুবিধা পেলো ভারতের ব্যাটসম্যানরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৮, ১১:০৯

পাঁচম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। ট্রেন্ট ব্রিজে দিনের শেষে ৮৭ ওভারে ভারতের রান ৬ উইকেটে ৩০৭।

প্রথম দু'টি টেস্টের তুলনায় তৃতীয় টেস্টটি ট্রেন্ট ব্রিজের যে উইকেটে খেলা হচ্ছে, তা অনেকটাই ব্যাটিং সহায়ক। তবে, ব্যাটসম্যানদের সফলতা পাবার কথা থাকলেও ইংল্যান্ডের বোলারদের ভেল্কি দেখা গিয়েছে এই উইকেটেও।

ব্যাটিং সহায়ক উইকেটের কারণে সুবিধা পায় ভারত। চোট কাটিয়ে এদিনে রান পান অধিনায়ক বিরাট কোহলি। মাত্র তিন রানের জন্য শতরান হাত ছাড়া করেন বিরাট।

১৫২ বলে ৯৭ রানের ইনিংস খেলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ১১টি চার দিয়ে সাজানো ছিল তার ইনিংস।

গত দু'টি টেস্টে অফ ফর্মে থাকা অজিঙ্কা রহানেও রান পান এই টেস্টের প্রথম ইনিংসে। ৮১ রান করেন তিনি। মূলত এই জুটিই বড় রানের শিখরে পৌঁছতে সাহায্য করে ভারতকে।

এদিন ৩৫ রান করেন শিখর ধাওয়ান, লোকেশ রাহুল করেন ২৩ রান, ১৪ রানে আউট হন চেতেশ্বর পূজারা, ১৮ রান করেন হার্দিক পান্ডিয়া।

ম্যাচে দীনেশ কার্তিকের পরিবর্তে তৃতীয় টেস্টে সুযোগ হওয়া ঋষভ পন্ত ২২ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ক্রিস ওকস। একটি করে শিকার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং আদিল রশীদের।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh