• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অভিষেক ম্যাচে অনুজ্জ্বল রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৮, ০৯:২৪

ইতালিয়ান সিরি আ’তে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। জুভেন্টাসের হয়ে মাঠে নেমে ইতালিয়ান ফুটবলের নতুন যাত্রা শুরু করলেন পর্তুগিজ মহাতারকা। আর এই ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায়ই এত দিন প্রহর গুনছিল ফুটবলপ্রেমীরা। যদিও ম্যাসিমিলানো আলেগ্রির শীষ্যরা জয় পেলেও শুরুটা ভালো হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর।

শনিবার চিয়েভোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে জুভিরা। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুতেই দলকে এগিয়ে দেন সামি খেদিরা। ৩ মিনিটের মাথায় গোল করেন এই জার্মান তারকা। তবে ৩৮তম মিনিটে চিয়েভোকে সমতায় ফেরান মারিয়ুস স্টেপেনিস্কি। এতে ১-১ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৬ মিনিটে পেনাল্টিতে গোল করেন ইমানুয়েল গিয়াচেরেনি। এতে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৭৫তম মিনিটে ফের গোল হয়। এবার চিয়েভোর ডিফেন্ডার মাটিয়া বানির পায়ে লেগে আত্মঘাতী গোল হয়। এতে স্কোর লাইন দাঁড়ায় ২-২।

শেষ দিকে যোগ করা সময়ে গোল দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের জয় উপহার দেন রিকো বের্নার্দেস্কি।

-----------------------------------------------------
আরও পড়ুন : এ এক ‘নতুন’ আর্জেন্টিনা
-----------------------------------------------------

প্রতিযোগীতা মূলক ম্যাচে এই প্রথম জুভেন্টাসের হয়ে নামলেও কয়েক দিন আগেই একটি প্রীতি ম্যাচে জুভেন্টাস 'বি'-এর সঙ্গে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন রোনালদো।

সেই ম্যাচের ৭ মিনিটের মাথায় গোলও পেয়ে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ শেষেই মাদ্রিদের দলটি ছেড়ে ইতালিতে পাড়ি দেয়ার কথা জানান সি আর সেভেন। ১০৫ মিলিয়ন ইউরোতে রিয়ালের থেকে ৩৩ বছর বয়সীকে ছিনিয়ে নেয় সাদা-কালো শিবির।

বর্তমানে রোনালদোর সঙ্গে চার বছরের চুক্তি রয়েছে জুভিদের। ফলে ২০২২ সাল পর্যন্ত ইতালিই ঠিকানা রোনালদোর।

৩০ মিলিয়ন ইউরো প্রতি বছর হিসেবে ওল্ড লেডিদের সঙ্গে চার বছরের চুক্তিতে সই করেছেন পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh