• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুলাই ২০১৮, ১৭:১৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

১৬ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও পেসার আবু জায়েদ রাহী। মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বাধীন দলটিতে রয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ইনজুরিতে আক্রান্ত মুস্তাফিজুর রহমান।

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য বর্তমানে ক্যারিবীয় দ্বীপে অবস্থান করছে টাইগাররা। আগামী ১৬ জুলাই শেষ হবে বড় ফরম্যাটের সিরিজ। এরপর আগামী ১৯ জুলাই জ্যামাইকায় একটি একদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিবে নতুন কোচ স্টিভ রোডসের শিষ্যরা।

২২ ও ২৫ জুলাই গায়ানায় প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে মাশরাফির দল। ২৮ জুলাই সেন্ট কিটসে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দুই দল।

বাংলাদেশ ওয়ানডে দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি’
টানা ৪ জয়ের পর যা বললেন শান্ত
আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন
জিম্বাবুয়েও পারলো না লিটনকে ফর্মে ফেরাতে!
X
Fresh