• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

চোট সারাতে সিডনি যাচ্ছেন নাসির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৭:২১

একের পর এক চোটে জর্জরিত ক্রিকেটাঙ্গন। সেরেও উঠেছেন অনেকে। তবে এখনও সেরে উঠেননি জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। জানা গেছে আগামী ৫ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করে সিরাজগঞ্জে এক বন্ধুর বিয়েতে যান এই অলরাউন্ডার। সেখানে শখের বশে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে ফেলেন। পরে সেটা স্বীকারও করেন নাসির।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাশিয়া বিশ্বকাপে ম্যানসিটির রেকর্ড
--------------------------------------------------------

ডা: দেবাশিষ চৌধুরী বলেন, আগামী ৫ জুন সিডনিতে তার অস্ত্রোপচারের জন্য আমরা একটি অ্যাপয়েনমেন্ট নিয়েছি। চলতি মাসের ২৫ বা ২৬ তারিখের দিকে নাসির অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দিতে পারে বলে আশা করা হচ্ছে। সাধারণত এই ধরনের অস্ত্রোপচার থেকে সারতে প্রায় ছয় মাস সময় লাগে।

চোটে পড়ায় নাসির খেলতে পারেননি বাংলাদেশ ক্রিকেট লীগের শেষ তিনটি রাউন্ডে। এছাড়াও বাদ পড়েন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল থেকেও।

শুধু নাসিরই নন, পিঠের ব্যাথায় ভুগছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার জন্যও নেয়া হচ্ছে ব্যবস্থা। তাসকিনের ব্যাপারে ডা: দেবাশীষ জানান, তাসকিনকে ব্যাথানাশক ইনজেকশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
X
Fresh