• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রুইজকে অধিনায়ক করে কোস্টারিকার চূড়ান্ত দল

স্পোর্টস ডেস্ক

  ২২ মে ২০১৮, ১৫:৪৪

কয়েকদিন পরেই পর্দা উঠবে রাশিয়া বিশ্বকাপের। ইতোমধ্যে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দেশগুলো। তারই ধারাবাহিকতায় এবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে কোস্টারিকা।

এদিকে এবার নিয়ে টানা দুইবার কোস্টারিকার হয়ে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ব্রায়ান রুইজ। এছাড়া দলে রয়েছেন আর্সেনালের সাবেক স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল। বিশ্বকাপের গেল আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কোস্টা রিকা। নেদারল্যান্ডসের কাছে হেরে সে বছর বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’ তে খেলবে কোস্টারিকা। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ দল গুলো হলো ব্রাজিল, সার্বিয়া এবং সুইজারল্যান্ড। আগামী ১৭ই জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমেই এবারের আসর শুরু করবে ব্রায়ান রুইজের দল। পরবর্তী দুই ম্যাচ ২২ জুন ব্রাজিল ও ২৮ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে।

কোস্টারিকার চূড়ান্ত স্কোয়াড
কোচ : অস্কার রামিরেজ

গোলরক্ষক : কিলর নাভাস, প্যাট্রিক পেমবেরটন, লিওনেল মোরিরা।
ডিফেন্ডার : ক্রিশ্চিয়ান গাম্বোয়া, ইয়ান স্মিথ, রোনাল্ড মাতারিতা, ব্রায়ান ওভিডো, অস্কার ডুয়ার্ট, জিয়ানকার্লো গঞ্জালেস, ফ্রান্সিস্কো ক্যালভো, কেন্ডাল ওয়াটসন, জনি আকস্তা।
মিডফিল্ডার : ডেভিড গুজমান, ইলেৎসিন টেজেদা, সেলসো বরগেস, র্যা ন্ডাল অ্যাজোফেইফা, রোডনি ওয়ালেস, ব্রায়ান রুইজ, ড্যানিয়েল কলিড্রেস, ক্রিশ্চিয়ান বোলানোস।
ফরোয়ার্ড : জোহান ভেনেগাস, জোয়েল ক্যাম্পবেল, মার্কো ইউরেনা।

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
ইউরোর আগে নিষিদ্ধ হতে পারে স্পেনের ফুটবল!
বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের, তাপদাহের মধ্যে মেয়েদের খেলা
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
X
Fresh