• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বিসিবির ডাকে খুশি রফিকও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৮, ২০:২০

এমন একটা সুযোগ অনেক আগেই পাবার আশা করেছিলেন মোহাম্মদ রফিক। যা হয়নি সেটা ভুলে গিয়েছেন দেশের এই কিংবদন্তী ক্রিকেটার। বিসিবি হয়তো সঠিক সময়ের জন্যই অপেক্ষা করেছিলেন।

কোচ আসে কোচ যায়। সে হোক প্রধান কোচ কিংবা পেস, স্পিন, সহকারী কোচ কেউ থিতু হতে পারেননি বেশিদিন টাইগারদের দলে। গত দুই সিরিজে ছিলো না প্রধান কোচ ও স্পিন কোচ। দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে দিয়ে কয়দিনই বা চলা যায়!

কোচ কে হবে বা নতুন কোচ হয়ে কে আসবে তার কোনও সুনির্দিষ্ট খবর জানা নেই বিসিবিরও। এতো দুঃসংবাদের ভিড়ে মোহাম্মদ রফিককে স্পিন কোচের প্রস্তাব দেয়াটাই আপাতত সুসংবাদ। বিদেশীদের এবার বাদ দিয়ে দেশের কাউকে প্রস্তাব দেয়াটা নিশ্চয় ভালো কিছুরই ইঙ্গিত বলা যায়।

--------------------------------------------------------
আরও পড়ুন :সোনালী ট্রফির জন্য অনুশীলন শুরু আর্জেন্টিনার
--------------------------------------------------------