• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়া হবে না তো আয়ারল্যান্ড!

স্পোর্টস ডেস্ক

  ১৫ মে ২০১৮, ১৮:০৩

ফলোঅনে পড়েও একটা নতুন দলের পক্ষে ঘুরে দাড়ানোটা চাট্টিখানি কথা নয়। সেটা পেরেছে টেস্ট ক্রিকেটে সদ্য অভিষেক হওয়া দল আয়ারল্যান্ড। পাঁচ দিনের টেস্টের প্রথম দিন ধুয়ে গেল বৃষ্টিতে।

ডাবলিনের মালাহাইডে দ্বিতীয় দিনে নিজেদের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল উইলিয়াম পোর্টারফিল্ডের আইরিশ দল।

ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের শুরুতেই আইরিশ বোলারদের বোলিং তোপে পড়ে পাকিস্তান। এই ইনিংসে মাত্র তিন অর্ধশতকে কোনরকম তিনশো রান পার করে ১৩২ ম্যাচ জয়ী পাকিস্তান।

টিম মুরতাঘের ৪ আর স্টুয়ার্ট থম্পসনের ৩ উইকেটে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১০ রানে ইনিংস ঘোষনা করে পাকিস্তান।

ব্যাটিংয়ে নেমে নিজেদের তৈরি করা উইকেটে সাদাব খান-মোহাম্মদ আব্বাসদের সামনে নিজেদের থিতুই করতে পারেনি অভিষিক্ত ১১ আইরিশ ব্যাটসম্যান। আমির, ফাহিমদের বোলিং চাপে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

--------------------------------------------------------
আরও পড়ুন : ক্রোয়েশিয়া ও মেক্সিকোর প্রাথমিক দল ঘোষণা
--------------------------------------------------------

ফলোঅনে পড়ে আবারো ব্যাটিংয়ে আসে আয়ারল্যান্ড। প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনে সফলই বলা যায় আইরিশদের। অভিষেক ম্যাচে ইতিহাস গড়া শতক তুলে স্টুয়ার্ট থম্পসনকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস একাই টেনে নেন কেভিন ও’ব্রায়ান। ব্রায়ানের ব্যাট থেকে আসে ৩৪৪ বলে ১১৮ রান। থম্পসন করেন ৫৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। ৩ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেট পূরণ করেন মোহাম্মদ আমির।

দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৩৩৯ রান করে পাকিস্তানকে ১৪০ রানের লিড ছুড়ে দেয় আইরিশরা।
জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে পাকিস্তানি ব্যাটসম্যানরা।

৫ম ও শেষ দিনে জিততে হলে যেখানে ১৬০ রান দরকার সেখানে মাত্র ১৪ রানেই হারিয়েছে ৩ উইকেট।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫২ রান।

নিজেদের অভিষেক ম্যাচে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে ক্রিকেট আয়ারল্যান্ড। এর আগে নিজেদের অভিষেক টেস্টে একমাত্র অস্ট্রেলিয়া জিতেছিল। আজ যদি আইরিশরা জিতেই যায় তবে অসিদের পাশে আয়ারল্যান্ডের নামটা জুড়ে যাবে ক্রিকেট ইতিহাসের পাতায়।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সকে মূল্যায়ন করতে বিসিবির নতুন উদ্যোগ
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
শুরু হতে যাচ্ছে টেক্সটাইল মার্চেন্ডাইজারদের ক্রিকেট টুর্নামেন্ট
আইপিএলের প্লে-অফে থাকছেন না ইংলিশ ক্রিকেটাররা
X
Fresh