• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া বিশ্বকাপ ২০১৮

ক্রোয়েশিয়া ও মেক্সিকোর প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৫ মে ২০১৮, ১৬:৫১

আর মাত্র ৩০ দিন পর মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। একবিংশতম ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে ভৌগলিকভাবে বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিংশ শতাব্দীর সেরা গোলরক্ষক ‘স্পাইডার’ লেভ ইয়াসিনের বদৌলতে ফুটবলে রাশানদের আছে আলাদা নামডাক। এবার সেটা ছাপিয়ে যাবার চ্যালেঞ্জ পুতিনের দেশের।

প্রত্যেকটি দেশই চায় বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে নিজ দেশকে আলোচনায় নিয়ে আসতে। সেই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া ও মেক্সিকো। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্বাগতিক রাশিয়া, পর্তুগাল, কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, আইসল্যান্ড, ইরান, পেরু ও দক্ষিণ কোরিয়া দল ঘোষণা করেছে।

১৯৯৮ বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমক দিয়েই শুরু করেছিল বিশ্বকাপ যাত্রা। এরপর আর তাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। কারণ ওই বিশ্বকাপের পরই তাদেরকে ফুটবল বিশ্বে শক্তিশালী দল হিসেবে গণ্য করেছে বিশেষজ্ঞরা। ডেভর সুকারের পর এই প্রথম আরো একটি প্রজন্ম এক সঙ্গে পেল ক্রোয়েটরা। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে গিয়ে কোচ জ্লাতকো দালিচও কাউকে বাদ দেননি। উল্লেখযোগ্য সব ফুটবলারকেই রেখেছেন ৩২ সদস্যের প্রাথমিক দলে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভঙ্গুর ইতালির দায়িত্বে মানচিনি
--------------------------------------------------------

রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, বার্সেলোনার রাকিটিচ, লিভারপুলের ডেজান লোভরেন, জুভেন্তাসের মারিও মানজুকিচদের নিয়েই দল গঠন করেছেন ক্রোয়েশিয়ার কোচ।

ক্রোশিয়ার প্রাথমিক দল
গোলরক্ষক :
দানিয়েল সুবাসিচ, লভরে কালিনিচ, ডমিনিক লিভাকভিচ, কারলো লেতিকা
ডিফেন্ডার : ভেদরান চারলুকা, ডমাগজ ভিদা, ইভান স্ট্রিনিচ, ডেজান লভরেন, সিমে ভ্রাসালক, ইয়সিপ পিভারিচ, তিন ইয়েদভাজ, মাতে মিতরভিচ, বর্না বারিসিচ, জোরান নিজিক, দুয়ে সালেতা সার, বোর্না সসা।
মিডফিল্ডার : লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ, মাতেও কোভাচিচ, মিলান বাদেলজ, মারসেলো ব্রজোভ ইচ, মার্কো রগ, মারিও পাসালিচ, ফিলিপ ব্রাদারিচ।
ফরোয়ার্ড : মারিও মানজুকিচ, ইভান পেরেসিচ, নিকো কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মারকো জাকা, আনতে রেবিক, দুয়ে হোপ, ইভান সানতিনি।

অন্যদিকে মেক্সিকো তাদের দল ঘোষণায় দিয়েছে চমক। প্রাথমিক দল ঘোষণায় ২৮ সদস্যের দলে রাখা হয়েছে চার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল মার্কুইজকে। এবার রাশিয়া বিশ্বকাপেও খেলার সুযোগ পেলে ৫টি বিশ্বকাপ খেলা ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড়ের রেকর্ড গড়বেন মার্কুইজ।

বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় ১৪৩টি ম্যাচ খেলেছেন। শেষ খেলেছেন ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে। এরপর আমেরিকার ট্রেজারি তদন্তে ড্রাগ ট্রাফিংকিংয়ে তার নাম আসে। মার্কুইজ অবশ্য সব অস্বীকার করেন। এমনকি কোনো অপরাধের সাথেও তার নাম আসেনি।

৪ জুনের মধ্যে এটিকে ২৩ জনে নামিয়ে আনতে হবে। সেই দলেও থাকলে এবং বিশ্বকাপে গেলে ইতিহাসের আরো তিন কিংবদন্তির সাথে এক তালিকায় যোগ দেবেন মার্কুইজ। ৫টি করে বিশ্বকাপের অভিজ্ঞতা কেবল মেক্সিকান আন্তোনিও কারভায়াল, জার্মানির লোথার ম্যাথাউজ ও ইতালির জিয়ানলুইজি বুফনের।

এবারের বিশ্বকাপে মেক্সিকো বিশ্বকাপ শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সাথে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপপর্বে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও সুইডেনের।

মেক্সিকো প্রাথমিক দল
গোলকিপার :
গুইলেরমো ওচোয়া, আলফ্রেদো তালাভেরা, জেসাস কারোনা।
ডিফেন্ডার : দিয়েগো রেয়েস, কার্লোস সালসেদো, হেক্টর মোরেনো, ওসওয়ালদো আলানিস, নেসতর আরাউজো, মিগুয়েল লায়ান, জেসুস গালার্দো, হুগো আয়ালা, এদসন আলভারেজ।
মিডফিল্ডার : হেক্তর হেরেরা, আন্দ্রেস গুয়ারদাদো, রাফায়েল মার্কেজ, জোনাথন দস সান্তোস, মার্কো ফাবিয়ান, জেসুস মলিনা, এরিক গুতিরেজ, জিওভানি দস সান্তোস।
ফরোয়ার্ড : জাভিয়ের আকুইনো, জেসুস 'তাকাতিতো' করোনা, রাউল জিমিনেজ, ওরিবে পেরালতা, হাভিয়ের হার্নান্দেজ, কার্লোস ভেলা, হিরভিং লোজানো, জুরগেন দাম।

আরও পড়ুন :

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh