• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওয়াটসনে চেন্নাইয়ের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক

  ২১ এপ্রিল ২০১৮, ০৯:০৫

আগের দিন মোহালি দেখেছিল গেইল ঝড় পরের দিন পুনে দেখেছে আরেক বুড়ো ওয়াটসন ঝড়। ওয়াটসের অলরাউন্ড পারফর্ম্যান্সে বড় জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরি পরে বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও বগলদাবা করেন অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার।

চেন্নাইয়ে নিরাপত্তাজনিত কারনে সকল ম্যাচ পুনেতে সরিয়ে আনে আইপিএল কমিটি। নিজেদের হোমগ্রাউন্ডে মহারাষ্ট্র ক্রিকেটে অ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনেতে চলমান আইপিএলের ১৭ তম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান র‌য়্যালস। তাদের সিদ্ধান্ত কে ভুল প্রমাণিত করেন আম্বাতি রাইডু ও শেন ওয়াটসন।

টস হেরে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারেই দলীয় স্কোর ৫০ পূরণ করেন ওয়াটসন ও রাইডু। এরপরই বেন লাফলিন উইকেটের পিছনে বাটলারের ক্যাচ বানিয়ে রাইডুকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
--------------------------------------------------------
আরও পড়ুন : কোয়ার্টারের গণ্ডি পেরুতে চায় কলম্বিয়া
--------------------------------------------------------

এরপর ওয়াটসনকে নিয়ে তাণ্ডব চালিয়েছেন সুরেশ রায়না। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৮১ রানের বড় জুটি।

২৯ বলে ৯ বাউন্ডারিতে ৪৬ রান করে শ্রেয়াস গোপালের লেগস্পিনে আউট হয়েছেন রায়না। তার শিকার হয়ে ধোনিও ফিরে যান মাত্র ৫ রানে। এরপর ৩ রান করে স্যাম বিলিংস গোপালের তৃতীয় শিকার হলেও অবশ্য রান আটকে থাকেনি চেন্নাইয়ের। ওয়াটসন যে তাণ্ডব চালিয়েই গেছেন।

শেষ পর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতে ওয়াটসন আউট হয়েছেন ১০৬ রান করে। ৫৭ বলের দানবীয় ইনিংসে ৯টি চার আর ৬টি ছক্কা হাঁকিয়েছেন অসি এই ব্যাটসম্যান। ১৬ বলে ৪ বাউন্ডারিতে ২৪ রানে অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো।

রাজস্থান রয়্যালসের পক্ষে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন শ্রেয়াস গোপাল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে রাজস্থান। বেন স্টোকস যা একটু লড়েছেন। তবে তার ৩৭ বলে গড়া ৪৫ রানের ইনিংসটি কাজে আসার মতো ছিল না। জস বাটলার করেন ১৭ বলে ২২ রান। বাকিদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার, শার্দুল ঠাকুর, ড্যারেন ব্রাভো ও করন শর্মা ২টি করে এবং ওয়াটসন, ইমরান তাহির ১টি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh