• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

  ১৩ এপ্রিল ২০১৮, ১৯:১৮

শিরোপার স্বাদ পাওয়া হয়নি দু’দলের কারোই। ফাইনালে তিনবার খেলেও সেরার মুকুট না পাওয়া হতভাগা এক দলের নাম বেঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবের একবার ফাইনাল খেলে কেকেআরের কাছে হেরে যায়।

সন্ধ্যায় চলতি আসরের ৮ম ম্যাচে মাঠে নামবে দু’দল। দু’দলের ২০ বারের দেখায় এগিয়ে পাঞ্জাবের দলটি। ১২ ম্যাচে জয় পেয়েছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৮বার।

--------------------------------------------------------
আরও পড়ুন : সেমিতে মার্শেই-সালসবুর্গ ও অ্যাথলেটিকো-আর্সেনাল
--------------------------------------------------------

পূর্বের সমীকরণ যেটাই বলুক দু’দলের খেলোয়াড় দেখে আভাস পাওয়া যায় ম্যাচটা কেমন জমে উঠবে। বেঙ্গালুরুর ওপেনিংয়ে ব্রেন্ডন ম্যাককালাম-পার্থিব প্যাটেল আর বোলিংয়ে টিম সাউদির মত বোলার। দু’দলে আছে ডি ভিলিয়ার্স, কোহলি, ক্রিস লিন, এরন ফিঞ্চ, আশ্বিন আর মুজিবুরের মতো ক্রিকেটাররা।

নিজেদের মাঠে স্বাগতিক দল বেঙ্গালুরুও দর্শকদের হতাশ করবেনা এই ম্যাচে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:
ব্রেন্ডন ম্যাককালাম, পার্থিব প্যাটেল, বিরাট কোহল, এবি ডি ভিলিয়ার্স, মন্দিপ সিং, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, টিম সৌদি, যুভেন্দ্র চাহাল ও উমেশ যাদব।

কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশ:
লোকেশ রাহুল, এরন ফিঞ্চ, করুন নায়ার, ইয়ুবরাজ সিং, মনোজ তিওয়ারি, মারকুস স্টয়েন্স, আক্সার প্যাটেল, রবি চন্দন আশ্বিন, এন্ড্রু টাই, মুজিবুর রহমান ও মোহিত শর্মা।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh