• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসি-সুয়ারেজ ম্যাজিকে হার ঠেকালো বার্সা

স্পোর্টস ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৮, ১২:১২

সেভিয়ার মাঠে খেলতে গিয়েছিল বার্সেলোনা, হোমগ্রাউন্ডের পুরো সুযোগটি কাজে লাগিয়ে সেভিয়া দুই গোল দিয়ে দেয় বার্সাকে।

খেলার ৩৬ মিনিটে সেভিয়ার ফুটবলার ফ্রাঙ্কো ভাজকুয়েজের গোলে লিড পায় স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে লুইস মুরিয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির।

বার্সা শিবিরে হার যখন একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল, এরকম পরিস্থিতিতে কোচ ভালভার্দে ৫৮ মিনিটে মাঠে নামায় দলের প্রাণভোমরা মেসিকে। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মেসি খেলবে এ নিয়ে শঙ্কা ছিল। ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলা হয়নি তার। তবে সব শঙ্কা দূর করে এদিন ক্লাবের হয়ে মাঠে নামলেন ওসমান ডেম্বেলের বদলি হিসেবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: লাস পালমাসকে পাত্তাই দিলো না রোনালদোবিহীন রিয়াল
--------------------------------------------------------

ম্যাচের তখন ৮৭ মিনিট। নিজেদের ঘরে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলে তখনো এগিয়ে সেভিয়া। লা লিগায় এবারের মৌসুমে প্রথম হারটা ভালোভাবেই চোখ রাঙাতে শুরু করেছিল কাতালুনিয়ান ক্লাবটিকে। কিন্তু ৮৮ ও ৮৯ মিনিটের ম্যাজিকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সা। ওই দুই মিনিটে লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এ ম্যাচে ড্র করায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট ব্যবধানে নিজেদের এগিয়ে রাখলো বার্সা।
অ্যাতলেটিকো অবশ্য এক ম্যাচ কম খেলেছে। আজ রোববার দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হবে দলটি।

স্কোরলাইন তো বটেই, ম্যাচের পরিসংখ্যানও ভালোভাবেই বলবে কতটা প্রতিদ্বন্দ্বিতার ছিল ম্যাচটি। বল পজিশনের দিক থেকে অবশ্য ৬০ শতাংশ বল নিজের দখলে রেখেছিল বার্সা। কিন্তু গোলমুখে শটের বেলায় দুই দলের হাড্ডা-হাড্ডি লড়াই। বার্সা যেখানে শট নিয়েছে ২০টি, সেভিয়া ২১টি। ৩০ ম্যাচে ২৩ জয় ও ৭ ড্রতে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। ছয় নম্বরে থাকা সেভিয়ার ১৪ জয়, ৪ ড্র আর ১২ হারে ৪৬ পয়েন্ট।

আরও পড়ুন:

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh