• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোয়ার্টারের বাধা পার হতে চায় ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক

  ৩১ মার্চ ২০১৮, ০৮:২৭

ডেনমার্ক উত্তর-পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী ও বৃহত্তম শহর। অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু। ডেনমার্ক একটি নিচু দেশ। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। ফ্যাশন, শিল্পকারখানার ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্যে ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হান্স ক্রিস্টিয়ান আণ্ডারসন, যিনি তার রূপকথাগুলির জন্য সারা বিশ্বে বিখ্যাত, এবং বিখ্যাত দার্শনিক সরেন কিয়ের্কেগর।

ডেনমার্ক জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ডেনমার্কের প্রতিনিধি। ১৯০৮ সালে এই ফুটবল দল প্রতিষ্ঠিত হয়। ১৯৮০-এর দশকের মধ্যভাগ থেকে দলটি বিশ্বের আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে একটি শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত ইউরোপে দলটির সর্বোচ্চ সাফল্য ১৯৯২ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন। এছাড়াও ১৯৯৫ সালের ফিফা কনফেডারশন্স কাপেও দলটি শিরোপা অর্জন করে। বিশ্বকাপে দলটির সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ১৯৯৮ সালের সেই বিশ্বকাপে দলটি ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: বোল্ট-সাউদির তোপের পর বেয়ারেস্টোর প্রতিরোধ
--------------------------------------------------------

যেভাবে রাশিয়া বিশ্বকাপে
২০১৭ সালের ২৬ মার্চ রোমানিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে ডেনমার্ক রাশিয়া বিশ্বকাপের যাত্রা শুরু করে। সেই ম্যাচ গোল শূন্য ড্র হওয়ার পর কাজাকিস্তানের সঙ্গে দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে। এরপর পোল্যান্ডের বিরুদ্ধে ৪-০ গোলে, আর্মেনিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে, মন্টেনেগ্রোর বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে। তাদের শেষ ম্যাচে রোমানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে। ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ারের প্লেঅফে রিপাবলিক অব আয়ারল্যান্ডের সঙ্গে প্রথম লেগে গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগে ৫-১ গোলের বিরাট ব্যবধানে জয়লাভ করে রাশিয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

ডাকনাম

:

ডেনিশ ডায়নামাইটস

অ্যাসোসিয়েশন

:

ডেনিশ বোল্ডস্পিল ইউনিয়ন

কনফেডারেশন

:

উয়েফা (ইউরোপ)

সাব কনফেডারেশন

:

হেড কোচ

:

এজ হারেইড

অধিনায়ক

:

সিমন কেজায়ের

সর্বাধিক ম্যাচ

:

পিটার শেমিকেল (১২৯)

সর্বাধিক গোলদাতা

:

পাউল নিলসেন ও জন ডাল টমাসন (৫২)

হোম ভেন্যু

:

টেলিয়া পার্কেন

বর্তমান র‌্যাংকিং

:

১২

বেস্ট রেজাল্ট

:

১৯৯৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল

বিশ্বকাপে অংশগ্রহণ

:

১৯৮৬, ১৯৯৮, ২০০২, ২০১০, ২০১৮

সেরা খেলোয়াড়

:

ক্রিশ্চিয়ান এরিকসন

আরও পড়ুন:

এএ/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh