• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেসি জাদুতে শেষ আটে বার্সা

স্পোর্টস ডেস্ক

  ১৫ মার্চ ২০১৮, ১০:৫৩

কার্ড-চোট একাধিক সমস্যা থাকলেও চেলসির বাধা টপকাতে অসুবিধা হল না বার্সেলোনার। জয়ের নায়ক দলের প্রধান তারকা লিওনেল মেসি। দ্বিতীয় লেগে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোলের সৌজন্যে ৩-০তে চেলসিকে হারাল বার্সা। ৪-১ গোলের গড়ে পৌঁছে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।

বুধবার রাতে ম্যাচের প্রথম একাদশের বেশ কিছু ফুটবলারকে ছাড়াই দল সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। প্রথম লেগের খেলায় চেলসির মাঠে ১-১ গোলে ম্যাচ শেষ করেছিল কাতালান জায়ন্টরা। ম্যাচের তিন মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন পাঁচ ব্যালন ডি’অর জয়ী। চেলসি বক্সের মধ্যে ডেম্বেলের সঙ্গে ওয়ান-টু খেলেন। আলোনসোর গায়ে ধাক্কা লেগে বল যায় সুয়ারেজের পায়ে। সেখান থেকে বল ফের যায় মেসির পায়ে। আর সেখান থেকে সোজা ব্লুজ গোলে বল দাগেন মেসি।

২০ মিনিটেই স্কোরলাইন ২-০ হয়ে গেল। এবার গোলদাতা ডেম্বেলে। এবার অবশ্য গোলদাতায় মেসির নাম না থাকলেও গোলটার নেপথ্য নায়ক মেসিই। ফ্যাব্রেগাস মাঝমাঠে বল হারানোর পর নিজের দায়িত্বে খেলা নিয়ে নেন বার্সা তারকা। তারপর ডেম্বেলের পা থেকে গোলপোস্টের মাথার দিক থেকে গোল দেগে দেন।

প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে। এরপর ৬৩ মিনিটে আরও একটি গোল। এবারেও আর্জেন্টাইন জাদুকর। বাঁ-দিকে জায়গা তৈরি করে দ্রুত দৌড়চ্ছিলেন সুয়ারেজ। বলটা পৌঁছে দেন মেসিকে। ফের গোল। এদিকে এদিনের ম্যাচে চেলসি চেষ্টা করলেও কোনও কাজের কাজ করতে পারেনি। গোলমুখই খুলতে পারেনি তারা। ফলে ৩-০ গোলে শেষ হয় ম্যাচ। দু লেগ মিলিয়ে স্কোরলাইন বার্সেলোনার পক্ষে দাঁড়ায় ৪-১।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh