• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মেসিকে টপকিয়ে রিয়ালকে জেতালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ০৪ মার্চ ২০১৮, ১০:১৩

লা লিগায় দ্রুততম ৩০০ গোলের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের জোড়া আঘাতে গেতাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদও পেয়েছে সহজ জয়।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জয় পেয়েছে জিনেদিন জিদানের শীষ্যরা। গ্যারেথ বেলের গোলে এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান রোনালদো।

রিয়ালে হয়ে গত সপ্তাহে রেকর্ডটি দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে করেন রোনালদো। জোড়া গোল দিয়ে লা লিগায় ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। তবে অফিসিয়াল হিসেবে প্রয়োজন ছিল একটি গোল। অপেক্ষা দীর্ঘায়িত করেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বিবিসি আক্রমণভাগ নিয়ে মাঠে নামা স্প্যানিশ জায়ান্টরা প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

২৪তম মিনিটে বেলের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ডি-বক্সের মধ্যে প্রথম প্রচেষ্টায় ঠিকমতো শট নিতে পারেননি ওয়েলসের এই ফরোয়ার্ড। তবে কয়েক সেকেন্ডের মধ্যে সতীর্থদের পা ঘুরে আসা বল একই জায়গায় পেয়ে প্রায় একইভাবে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ নৈপুণ্যে রেকর্ড গড়া গোলটি করেন সিআরসেভেন।

স্পেনের শীর্ষ লিগে ২৮৬ ম্যাচ খেলে ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো। ছাড়িয়ে গেলেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। বার্সেলোনার জার্সিতে মেসি এ রেকর্ড গড়তে সময় নেন ৩২৬ ম্যাচ। অর্থাৎ ৪০ ম্যাচ কম খেলে মেসিকে টপকে গিয়েছেন পর্তুগিজ তারকা।

৬৫তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পোর্তিলোর সফল স্পট কিকে ব্যবধান কমায় গেতাফে। পাল্টা আক্রমণে একা ডি-বক্সে ঢুকে পড়া আরেক স্প্যানিশ মোলিনাকে পিছন থেকে নাচো ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।

২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৭ ম্যাচে ১৬ জয় ও ৬ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মাদ্রিদের দলটি।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ ম্যাচে তৃতীয় হ্যাটট্রিক রোনালদোর
রোনালদো জাদুতে কিংস কাপের ফাইনালে আল নাসর
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
X
Fresh