• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অদম্য মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৭

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে বিধ্বস্ত করে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। এই ম্যাচে গোল করে টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে দলের এই উজ্জীবিত পারফরমেন্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন লিভারপুল বস জার্গেন ক্লপ।

শনিবার ঘরের মাঠ এনফিল্ডের এ জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে এক পয়েন্ট এগিয়ে ম্যানচেস্টার সিটির পিছনে থেকে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অল রেডসরা।

এম্যাচে মিশরের ফারাও খ্যাত সালাহ ছাড়া অপর গোলগুলো করেছেন এমেরে কান, রবার্তো ফারমিনো ও সাদিও মানে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আফ্রিকা সেরা মিশরের মোহাম্মদ সালাহ
--------------------------------------------------------

রোমা থেকে চলতি মৌসুমে লিভারপুলে নাম লেখানোর পরে দারুন ফর্মে রয়েছে ২৫ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড সালাহ। এরইমধ্যে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে হ্যারি কেনের সঙ্গে সর্বোচ্চ ২৩ গোল করেছেন। মাদ্র দুটি গোল এসেছে ডান পা থেকে। আর একটি হেডে।

সব মিলিয়ে প্রিমিয়ার লিগে অভিষেকেই গোল্ডেন বুট পাবার তালিকায় মিশরীয় এই তারকাকেই বিবেচনা করা হচ্ছে।

ম্যাচেও তিন মিনিটের মধ্যে দলকে প্রায় এগিয়ে দিয়েছিলেন সালাহ। অল্পের জন্য ওয়েস্ট হ্যাম রক্ষা পেলেও ২৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেবার পিছনে পুরো অবদানই ছিল সালাহর।

সালাহ’র করা দারুন এক কর্নার থেকে কানের বুলেট হেড রক্ষা করা সম্ভব হয়নি প্রতিপক্ষ গোলরক্ষক আদ্রিয়ানের। সব ধরনের প্রতিযোগিতায় এটি লিভারপুলের শততম গোল।

বিরতির পরে ৫১ মিনিটে অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেইনের থ্রু বল থেকে সালাহ বাম পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। কিছুক্ষণ পরেই কানের পাস থেকে ফারমিনো দলের পক্ষে তৃতীয় গেল করেন। ৫৯ মিনিটে বদলী বেঞ্চ থেকে উঠে এসে হ্যামার্সদের হয়ে সান্তনাসূচক এক গোল করেন মিখাইল এন্টোনিও। ৭৭ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে মানে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh