• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

‘ব্যাটসম্যান’ তাইজুলে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮

শতক গড়েও পরাজয় নিয়ে মাঠ ছেড়েছেন ব্যাটসম্যান আল আমিনের দল প্রাইম ব্যাংক। ম্যাচে তিন উইকেটের দারুণ এক জয়ে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ শনিবার সাভারে বিকেএসপিতে ‘ব্যাটসম্যান’ তাইজুল ইসলামের নৈপুণ্যে জয় পেয়েছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি।

রনি তালুকদারের ৬০ আর রকিবুল হাসানের ৬৪ রানের পরও মোহামেডানের পাল্লা দুলছিল পরাজয়ের দিকেই। তবে অষ্টম উইকেট জুটিতে অপরাজিত ৫৫ রান করে জয়টা মোহামেডানকেই এনে দেন দুই বোলার তাইজুল ইসলাম ও এনামুল হক।

দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৫ এবং ৩২ রানে প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংকের সংগ্রহ ছিল নয় উইকেটে ২৫৯ রান।

ইউসুফ পাঠান ডাকে ডিপিএল পর্ব শুরু করলেও আল আমিন দেখা পেয়েছিলেন শতকের। মাত্র ৩৬ রানে ছয় উইকেট হারানো প্রাইম ব্যাংককে পথে ফেরান আল আমিন আর আরিফুল হক। ১৬১ রানের জুটি গড়েন এই দুজন।

১২৬ বলে ১১০ রানের ইনিংস খেলে ফিরেছেন আল আমিন। ৮৭ রান করে সাজঘরের ফেরেন আরিফুলও। ম্যাচসেরার পুরস্কারটা অবশ্য আল আমিনের হাতেই উঠেছে।

আরও পড়ুন:

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিপিএল নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি 
সাকিবদের বিপক্ষে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন রাজা
৫৮ মাস পর সাকিবের ঝোড়ো সেঞ্চুরি
X
Fresh