• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্সেইয়ের বিপক্ষে মাঠে থাকছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৪

ফ্রেঞ্চ লিগ ওয়ানে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে মাঠে নামার আগে অসুস্থ হয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সবচেয়ে বড় তারকা নেইমার।

বাংলাদেশ সময় রোববার দিনগত রাত দুইটায় নিজেদের ঘরের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের সেরা দলটি। আর এই ম্যাচে নামার আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে রয়েছে সংশয়।

ফ্রেঞ্চ পাওয়ার হাউজের হেড কোচ উনাই এমেরি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পিএসজি বস বলেন, নেইমার অসুস্থ। ইনজুরি নয়, পেটের পীড়া ও সামান্য জ্বরে ভুগছেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমেরি বলেন, আমি ডাক্তার নই, দলের ডাক্তার বলেছেন নেইমারের অসুস্থ।

আসছে ৬ মার্চ স্প্যানিশ জায়ান্ট পার্ক দ্য প্রিন্সেসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নামবে নেইমার-কাভানিরা। এরই মধ্যে লিগ ওয়ানে সবার ধরা ছোঁয়ার বাইরে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে জিনেদিন জিদানের শিষ্যদের বিপক্ষে জয়ের বিকল্প নেই। ওই ম্যাচে নামার আগে মার্সেইয়ের সঙ্গে অনায়াসের প্রস্তুতি পর্বটা সেরে ফেলতে পারবে পিএসজি।

তবে এই ম্যাচে দলের সেরা তারকা নেইমার খেলতে পারবেন কী না, তা নিয়ে সন্দিহান পিএসজি কোচ।

যদিও নেইমারকে এই ম্যাচে ফিরে পাবার বিষয়ে বেশ আশাবাদী এমেরি। তিনি বলেন, নেইমার অসুস্থ, এটা ঠিক। তবে আশা করি সে সুস্থ হয়ে শনিবারে অনুশীলনে যোগ দিতে পারবে এবং রবিবারের ম্যাচে মাঠে নামতে পারবে।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh