• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ইউনিফর্ম পরে ফ্রিতে দেখা যাবে ঢাকা টেস্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩১

আগামীকাল ‍বৃহস্পতিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এই টেস্টের পাঁচদিনই বিনা টিকিটে খেলা দেখতে পারবেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। এজন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পরে আসতে হবে ও পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। তবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন তারা।

সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছিলো সিরিজের প্রথম টেস্ট।

ঐ ম্যাচেও একই নিয়মে টেস্ট দেখা সুযোগ ছিলো শিক্ষার্থীদের। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিলো।

গত মাসের ১৫ তারিখ থেকে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ঢাকায় শুরু হয় ত্রিদেশীয় সিরিজ। এই টুর্নামেন্টের মাধ্যমেই শুরু হয় টাইগারদের নতুন বছরের যাত্রা। প্রথম থেকে চমৎকার শুরু করলেও ফাইনালে গিয়ে হারতে হয় স্বাগতিকদের।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ মিরপুরে হবে। আর ১৮ ফেব্রুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ওই ম্যাচ দিয়েই শেষ হবে লঙ্কানদের বাংলাদেশ সফর।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh