• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ বাঁচাতে ব্যাট করছে বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:১০

চট্টগ্রাম টেস্টে আজ রোববার পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রিপোর্টটি তৈরি করা পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১২০ রান। ক্রিজে আছেন মুমিনুল হক (৪২) ও লিটন দাস (১২)।

শনিবার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ৮১ রান। আগের দিনের ৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৬ উইকেটে হারিয়ে আরও ২০৯ রান যোগ করে ৯ উইকেটে, ৭১৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৯৬ রান করেন। এছাড়া ধনঞ্জয় সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯ ও দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৮৭ রান।

তাইজুল ইসলাম ৪টি ও মেহেদী মিরাজ নেন ৩টি উইকেট। ২০০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েস যোগ করেন ৫২ রান। তামিম ৪১ ও ইমরুল বিদায় নেন ১৯ রানে।

দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ২ রানে আউট হন মুশফিকুর রহিম। এর আগে ৫১৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh