• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইসিসির বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৬:২৯

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ বৃহস্পতিবার ২০১৭ সালের বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটে জায়গা করে নিতে পারেননি কোনো বাংলাদেশি।

বিরাট কোহলিকে দুই ফর‌ম্যাটের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। ভারতের অধিনায়ক ছাড়াও ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, বেন স্টোকসরা জায়গা পেয়েছেন দুই দলেই।

এদিকে বর্ষসেরা টেস্ট দলে সুযোগ হয়নি পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের কোনো খেলোয়াড়ের।

ওয়ানডে একাদশে ওপেনার রোহিত শর্মা ও পেসার জসপ্রিত বুমরাহ আছেন। পাকিস্তানের দুই তরুণ বাবর আজম ও পেসার হাসান আলী আছেন এই একাদশে।

অন্যদিকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশসহ শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজে কেউ সুযোগ পায়নি।

দক্ষিণ আফ্রিকার দুজন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে বর্ষসেরা ওয়ানডে দলে ঠাঁই পেয়েছেন ১৯ বছর বয়সী আফগানিস্তানের রশিদ খান।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি পেয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারকে এ ট্রফি প্রদান করা হয়। ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী, টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল, আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান, আইসিসির সেরা নারী ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এলিস পেরি নির্বাচিত হয়েছেন।

সাবেক ক্রিকেটার ও নির্বাচিত সাংবাদিকদের প্যানেল ২০১৭ সালের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করেছে এই বর্ষসেরা দল।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল:

ডেন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক, দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশীদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত)।

আরও পড়ুন

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
বিশ্বকাপের ভেন্যু পরিদর্শন করতে ঢাকায় আইসিসির পর্যবেক্ষক দল 
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
X
Fresh