• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক কোহলি

স্পোর্টস ডেস্ক

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:০২

২০০৪ সাল থেকে বর্ষসেরা ক্রিকেটারকে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির ২০১৭ সালের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।

আজ বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেছে আইসিসি।

অন্যদিকে গেলো এক বছরের পারফরম্যান্স হিসাব করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আইসিসি সেরা একাদশ ঘোষণা করেছে। ওই দুই একাদশের অধিনায়কও করা হয়েছে বিরাট কোহলিকে।

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটার অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল।

অন্যদিকে আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান।

এর আগে গত বছর ডিসেম্বরে ঘোষণা করা হয়েছিল আইসিসি সেরা নারী ক্রিকেটারের নাম। অস্ট্রেলিয়ার ইলাইস পেরি।

আরও পড়ুন

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোহলিকে আটকানোর ছক কষছেন বাবর
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
বিশ্বকাপের আগে যাদের ওপর নজর বাংলাদেশের
আইসিসি থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার
X
Fresh