• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘আইপিএল নয়, দেশের জন্য খেলতে চাই’

স্পোর্টস ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৮, ১১:৫২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) মিলিয়ন ডলার টুর্নামেন্ট বলা হয়। বিশ্বের অন্যতম সেরা এ ক্রিকেট লিগ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ।

আগামী মৌসুমে লোভনীয় আইপিএল নয় বরং ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলতে বেশী আগ্রহী মার্শ। লম্বা ভার্সনের ক্রিকেটে নিজের ফর্মকে আরো উন্নতির লক্ষ্যেই কাউন্টিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা ক্রিকেটার।

২০১৬ সালের নিলামে ৪.৮ কোটি রুপিতে রাইজিং পুনে সুপারজায়ান্টে যোগ দিয়েছিলেন মার্শ। এ বছর তাকে আর দলে পাচ্ছেনা পুনে। এ সম্পর্কে মার্শ বলেছেন, আর্থিক দিক বিবেচনা করলে এটা সত্যিকার অর্থেই অনেক বড় সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট দলে প্রতিনিধিত্ব করা। একারণেই আইপিএল থেকে নাম প্রত্যাহার।

তিনি বলেন, আমার সিদ্ধান্ত মূলত ক্যারিয়ারের সার্বিক দিক বিবেচনা করেই নেয়া। আমি যখন এই সিদ্ধান্ত নেই তখনো আমি নিশ্চিত ছিলাম না আবারো টেস্ট দলে ফিরতে পারবো।

চলমান অ্যাশেজ সিরিজে মার্শ টেস্ট ক্যারিয়ারে তার প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ভবিষ্যতে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া সফরেও খেলতে আশাবাদী মার্শ।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
X
Fresh