• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পিএসজিতে নেইমারের প্রথম হোঁচট

স্পোর্টস ডেস্ক

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১০:৩৭

গেলো আগস্টে স্প্যানিশ লা লিগা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পাড়ি জমান নেইমার। ব্রাজিলিয়ান এ তারকাকে দলে পেয়ে উড়ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবার মৌসুমে প্রথমবারের মতো ছন্দ পতন হলো দলটির।

পয়েন্ট টেবিলের নিচের দিকের দল স্ট্রাসবুর্গের কাছে হারতে হয়েছে উনাই এমেরির শিষ্যদের। পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা দলটির কাছে ২-১ গোলে হেরেছে শীর্ষে থাকা পিএসজি।

শনিবার নিজেদের মাঠে ১৩ মিনিটে নুনো দা কস্তার গোলে লিড পায় স্ট্রাসবুর্গ। পিছিয়ে পড়ার চার মিনিট পরেই সমতায় ফেরার সুযোগ পায় পিএসজি। কিন্তু কাছ থেকে কিলিয়ান এমবাপের ব্যাকহিল গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়। ৩৯তম মিনিটে নেইমারের দারুণ পাস ধরে ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে আনহেল দি মারিয়ার শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

এর তিন মিনিট পর সমতাসূচক গোলের দেখা পায় পিএসজি। নেইমারের পাস ধরে আদ্রিওঁ রাবিও বাঁ-দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ছয় গজ বক্সে বল বাড়ান। ওখান থেকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে।

৬৫তম মিনিটে আবার পিছিয়ে পড়ে পিএসজি। পাল্টা আক্রমণে সতীর্থের হেডে বাড়ানো বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ছুটে গিয়ে জোরালো উঁচু শটে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড স্তেফান বাহোকেন।

৭৫তম মিনিটে মিডফিল্ডার দি মারিয়াকে বসিয়ে উরুগুয়ের স্ট্রাইকার কাভানিকে নামান কোচ। তাতে বাকি সময়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখতে পারলেও কাঙ্ক্ষিত গোলের দেখা আর মেলেনি।

উল্টো যোগ করা সময়ের সপ্তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে অহেতুক ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার।

শেষের আগ মুহূর্তে ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বের শট ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে অসাধারণ এক জয় নিশ্চিত করেন স্বাগতিকদের ফরাসি গোলরক্ষক কামারা।

১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। গত মৌসুমে লিগ টু’তে জয় পায় স্ট্রাসবুর্গ। এবার লিগ ওয়ানে উঠে এসেছে দলটি। ম্যাচ শেষে ১৭তম স্থানে থেকে ১৪তম স্থানে উঠে এসেছে দলটি।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
X
Fresh