• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সিকান্দার ঝড়ে রানের পাহাড় চিটাগাংয়ের

স্পোর্টস ডেস্ক

  ২৪ নভেম্বর ২০১৭, ২১:০৬

প্রথমে ঝড়টা তুলেছিলেন লুক রনকি। মাঝে স্টিয়ান ভ্যান জিল। আর শেষ পর্যন্ত তা চালিয়ে গেলেন সিকান্দার রাজা। তিনজনের তাণ্ডবে চট্টগ্রাম পর্বের দ্বিতীয় ম্যাচে কুপোকাত সিলেট সিক্সার্স বোলাররা। তাদের কচুকাটা করে ৫ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়েছে চিটাগাং ভাইকিংস।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেন নাসির হোসেন। প্রথমে তার সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করেন বোলাররা। শুরুতেই ফিরিয়ে দেন সৌম্য ও এনামুল হককে। তবে এরপরই খেই হারিয়ে ফেলেন তারা। এক প্রান্তে লুক রনকির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েন।

দলীয় ৬৫ রানে আবুল হাসানের শিকার হয়ে ফেরেন রনকি। ফেরার আগে ২৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন কিউই ব্যাটসম্যান।

পরে দলের হাল ধরেন স্টিয়ান ভ্যান জিল এবং সিকান্দার রাজা। এক পর্যায়ে সিক্সার্স বোলারদের কাঁদিয়ে ছাড়েন তারা। হাসান-মুদাসরদের রীতিমতো কচুকাটা করেন দু’জন। ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪০ রান করে ফেরেন জিল।

এ হার্ডহিটার ফিরলেও ভাগ্য বদলায়নি সিলেটের। চার-ছক্কার ফুলঝুরিতে বোলারদের ছাতু করেন সিকান্দার। তার সৌজন্যে ২০০ পেরিয়ে যায় চিটাগাং। ফেরার আগে ৪৫ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৫ রান করে তিনি। এটিই তার ক্যারিয়ারের সেরা ইনিংস। এর আগে ছিল ৯৩। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে বন্দরনগরীর দলটি।

সিলেটের হয়ে কামরুল ইসলাম রাব্বি ২টি এবং নাসির হোসেন, আবুল হাসান ও ব্রেসনান নেন ১টি করে উইকেট।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে ভক্তদের বিশেষ উপহার দিলেন সালমান
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
X
Fresh