• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাথুরুর ফেরা নিয়ে শঙ্কায় বিসিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ নভেম্বর ২০১৭, ২০:২৯

জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে কি কারণে সরে দাঁড়িয়েছেন তা এখনো অজানা দেশের কোটি ক্রিকেটপ্রেমীর। গেলো দু’একদিনের মধ্যে সে বিষয়ে জানার সৌভাগ্য হতো বলে আশায় বুক বেঁধেছিলেন তারা। তবে ফের স্বপ্নভঙ্গ তাদের।

পদত্যাগের বিষয়টি পরিস্কার করতে ১৫/১৬ নভেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা থাকলেও আসেননি হাথুরু। কখন আসবেন, আদৌ আসবেন কি না তাও নিশ্চিত করে জানাতে পারছে না বিসিবি। বোর্ড পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বললেন, ‘তাকে নিয়ে আমরা দোটানার মধ্যে আছি। তিনি আসবেন কি না তাও জানি না। তার পদত্যাগের কারণ তো জানিই না।’

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, দলের ওপর একচ্ছত্র আধিপত্য খাটানোর বিষয়টি গণমাধ্যমে ফাঁস, সর্বোপরি শ্রীলঙ্কার কোচ হওয়ার ইচ্ছা থেকেই নাকি সরে দাঁড়িয়েছেন হাথুরু।

বিসিবি পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘এই মুহূর্তে অনেক কথায় শোনা যাচ্ছে। কেউ বলছেন শ্রীলঙ্কার কোচ হচ্ছেন, কেউ বলছেন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসতি গাড়ছেন, কেউ বা বলছেন পারিবারিক সমস্যার কারণে বাংলাদেশ কোচের পদ থেকে ইস্তফা দিতে চাচ্ছেন। তবে তার কাছ থেকে আমরা যা জানব তা-ই সঠিক হবে।’

হাথুরুর ফেরার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে আকরাম জানান, ‘তার (হাথুরু) সঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর কথা হয়েছে। যতটুকু জেনেছি দু’তিন দিনের মধ্যে নাকি তার আসার কথা। যদি আসেন তাহলে ঘরের মাঠে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা চালিয়ে নেয়ার জন্য তাকে অনুরোধ করবে বিসিবি।’

এ প্রস্তাবেও রাজি না হলে কী করবেন? জবাবে বললেন, ‘থাকতে না চাইলে তো আর কাউকে জোর করে রাখা যাবে না। আমাদের হাতেও বেশি সময় নেই। হাথুরু না এলে স্থানীয় কোনো কোচ দিয়ে হয়তো সেই সিরিজটা চালিয়ে নেবে বিসিবি। পরে দেখেশুনে বিদেশি কোচ বাছাই করবে।’

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় পৌঁছেছেন কোচ হাথুরুসিংহে ও মুশতাক
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
বোমা ফাটালেন সুজন, হাথুরুর সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে
X
Fresh