• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ নাইজেরিয়ার

স্পোর্টস ডেস্ক

  ১৪ নভেম্বর ২০১৭, ১৫:২৫

রাশিয়া বিশ্বকাপে অংশ নেবে মোট ৩২ দল। সেই হিসাবে এখনো ৩ দল নিশ্চিত হয়নি। তবে এরই মধ্যে বাকি ২৯ দলের বেশিরভাগই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর অংশ হিসেবে রুশ কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সেখানে প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। মঙ্গলবার রাশিয়ার ক্রাসনোদার স্টেডিয়ামে আফ্রিকার সুপার ঈগল নাইজেরিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। তবে ম্যাচটি কোনো চ্যানেলই সরাসরি সম্প্রচার করবে না। তাই ফেসবুক লাইভেই চোখ রাখতে হবে ফুটবল অনুরাগীদের।

প্রথম প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে লুজনিকি স্টেডিয়ামে ম্যাচের অন্তিম লগ্নে সার্জিও আগুয়েরোর গোলে শ্বাসরুদ্ধকর জয় পায় আর্জেন্টিনা। ওই ম্যাচ খেলে জাতীয় দল ছেড়ে বার্সেলোনায় ফিরে গেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। টানা খেলার ধকল কাটাতে এবং সতেজ রাখতে নাইজেরিয়া ম্যাচে তাকে বিশ্রামে রেখেছেন কোচ হোর্হে সাম্পাওলি।

মেসি না খেললেও থাকছেন আগুয়েরো, দিবালা, ডি মারিয়ারা। এ ম্যাচে সাম্পাওলির তরুপের তাস আগুয়েরো-দিবালা জুটি। নিজেদের শেষ ৭ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা দারুণ আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে। প্রীতি ম্যাচটি খেলে নিজ নিজ ক্লাবে ফিরে যাবেন আর্জেন্টাইন খেলোয়াড়রা।

আফ্রিকান অঞ্চলের গ্রুপ বি থেকে অপরাজিত থেকেই বিশ্বকাপ নিশ্চিত করেছে নাইজেরিয়া। আলজেরিয়ার ম্যাচে বিশ্রামে থাকলেও আলবিসেলেস্তেদের বিপক্ষে ফিরছেন অধিনায়ক মিকেল ওবি। এছাড়া আছেন কেলেচি ইহিয়েনাচো, ভিক্টর মোসেস, অ্যালেক্স আইয়োবির মতো তারকা ফুটবলাররা।

দু'দলের সবশেষ মুখোমুখি ৭ দেখায় ৫টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। আর নাইজেরিয়া জিতেছে ১টিতে। আর্জেন্টাইনদের জয়ের পাল্লা ভারি হলেও অতীত নিয়ে ভাবছে না সুপার ঈগলরা। এ ম্যাচ জিতে ভালোভাবে প্রস্তুতি সারতে চায় তারা। আর্জেন্টাইনদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আফ্রিকা চ্যাম্পিয়নরা। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন দর্শকরা।

এএ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
X
Fresh