• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

সিংহাসন হারালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

  ২০ অক্টোবর ২০১৭, ১৭:৩৪

ক্রিকেটের তিন ফরম্যাটেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এতদিন শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে আইসিসি প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে সেই স্থান খোয়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষস্থান ধরে রেখেছেন।

শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা প্রকাশিত ওডিআই র‌্যাংকিংয়ে সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। রেটিং পয়েন্ট ৩৬০ নিয়ে এই স্থানে অবস্থান করছেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ধারাবাহিক পারফরম করার সুবাদে এই স্থান অর্জন করেছেন পাকিস্তান অলরাউন্ডার।

তবে সুসংবাদ পাওয়ার আগেই দুঃখের বার্তা পেয়েছেন হাফিজ। তৃতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে আইসিসি।

হাফিজের চেয়ে ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। নামাটাও স্বাভাবিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডে খেললেও তেমন কিছুই করে দেখাতে পারেনি তিনি।

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মোহাম্মদ নবী। ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন আফগান ক্রিকেটার। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। তার রেটিং পয়েন্ট ২৯৬। ২৯৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান অধিকার করেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

পজিশন

খেলোয়াড়

দেশ

রেটিং

১.

মোহাম্মদ হাফিজ

পাকিস্তান

৩৬০

২.

সাকিব আল হাসান

বাংলাদেশ

৩৪৫

৩.

মোহাম্মদ নবী

আফগানিস্তান

৩২৯

৪.

অ্যাঞ্জেলো ম্যাথুস

শ্রীলঙ্কা

২৯৫

৫.

বেন স্টোকস

ইংল্যান্ড

২৯২

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
ডিপিএল নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন
একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি 
X
Fresh