• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চীনের বিপক্ষে নামছে জিমি বাহিনী

আরটিভি অনলাই রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৭, ১৯:৫০

টানা তিন ম্যাচ হেরে সুপার ফোরে ওঠার স্বপ্ন আগেই ধূলিস্মাৎ হয়েছে। একরকম বাধ্য হয়েই স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশকে। স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। বৃহস্পতিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

এই ম্যাচ জিতলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবেন জিমি-চয়নরা। হারলে খেলতে হবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ।

এখন পর্যন্ত ১৪বার একে অপরের মোকাবেলা করেছে দুই দল। তিন ম্যাচে জিতেছে বাংলাদেশ। আর নয় ম্যাচে জয় পেয়েছে চীন। ড্র দুই ম্যাচ। সবশেষ ২০১৩ সালে মুখোমুখি হয় দল দুটি। ওই ম্যাচে ৩–২ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়া কাপের অন্য দলগুলোর তুলনায় শক্তিমত্তায় বেশ পিছিয়ে বাংলাদেশ। সঙ্গত কারণেই বাংলাদেশের লক্ষ্য ছিল সপ্তম স্থান নিশ্চিত করা। তবে দুই ধাপ ওপরে পঞ্চম হওয়ার সম্ভাবনাও রয়েছে জিমি-চয়নদের। এজন্য চীনের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে ভরাডুবির পর দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে হারে বাংলাদেশ। আর তৃতীয় ম্যাচে জাপানের কাছে ৩-১ গোলে হারে মাহবুব হারুনের শিষ্যরা। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে উঠে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশ দল: রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহ-অধিনায়ক), আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, অসিম গোপ, আবু সাইদ নিপ্পন, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মান সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
X
Fresh