• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতের কাছেও শোচনীয় হার

স্পোর্টস ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৭, ২০:১২

এশিয়া কাপ হকির গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচের ভুল শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল জিমি-চয়নদের। তবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রাখতে পারলেন না তারা। দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে একই ব্যবধানে হারল লাল-সবুজ জার্সিধারীরা।

শুক্রবার সন্ধ্যায় মওলানা ভাসানি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। ছুটির দিন হওয়ায় দলকে সমর্থন জানাতে মাঠে হাজির হয়েছিলেন প্রায় হাজার সাতেক দর্শক। শেষ পর্যন্ত তাদের ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে।

অবশ্য ম্যাচে হট ফেভারিট ছিল ভারতই। তবে স্বাগতিক হওয়ায় কিছুটা হলেও আশা ছিল। কিন্তু এতটা খারাপ ফল কেউ প্রত্যাশা করেনি।

ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল খেয়ে মুষড়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পরাজয়ের ব্যবধানটা কত হয় তাই ছিল দেখার বিষয়। তবে এ অর্ধ্বে কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন জিমি-চয়নরা। এতে বাকি সময়ে আর মাত্র ২টি গোল হজম করতে হয় তাদের।

ভারত বাংলাদেশকে গুনেগুনে ৭ গোল দিয়েছে যথাক্রমে ৭, ১০, ১৩, ২০, ২৮, ৪৬ ও ৪৭ মিনিটে। প্রথম ৪টি ছিল ফিল্ড গোল, পরেরটি পেনাল্টি স্ট্রোক এবং শেষ ২টি পেনাল্টি কর্নার থেকে। দলের হয়ে হারমানপ্রিত সিং ২টি এবং ১টি করে গোল করেছেন গুরজান্ত সিং, আকাশদ্বীপ সিং, ললিত উপধায়, অমিত রোহিদাস ও রমনদ্বীপ সিং।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh