• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ওপেনিংয়ে নেই কেন তামিম?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৬

চা-বিরতির সময় ইনিংস ঘোষণা করে ছোট একটা চমক দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তার চেয়ে বড় চমক হয়ে এলো বাংলাদেশ ইনিংসের শুরুতে।

ইমরুল কায়েসের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেননি তামিম ইকবাল। তার পরিবর্তে কায়েসের সঙ্গী হয়েছেন লিটন দাস।

দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৪৯ মিনিট মাঠে ছিলেন না তামিম।

আইসিসি নিয়মানুযায়ী, যতক্ষণ মাঠের বাইরে ছিলেন, ততক্ষণ ব্যাটিংয়ে নামতে পারবেন না তিনি। তাই বাধ্য হয়ে লিটনকে ওপেন করতে পাঠায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এর ব্যাখ্যায় তামিম বলেন, তিনি ভাবতেও পারেননি চা বিরতির সময় হঠাৎই ইনিংস ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।

কে জানে হয়তো তা দেখেই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

গেলো বছর একই ঘটনার শিকার হন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার। অ্যাডিলেড টেস্টে তাকে বাইরে দেখে ইনিংস ঘোষণা করেন প্লেসিস। পরে ওয়ার্নার খেলেছিলেন তিন নম্বরে।

এ ঘটনায় ১৪৬ ওভার কিপিং করে ওপেন করতে নামেন লিটন। যা কঠিনই ছিল। অথচ সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে ১২০ ওভার কিপিং করে চার নম্বরে ব্যাট করতে নামেননি মুশফিকুর রহিম।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
তামিমদের বিধ্বস্ত করে সুপার লিগে উড়ন্ত শুরু আবাহনীর
তামিমের ভুল ধরিয়ে দেওয়ার যোগ্যতা আছে কি কোচদের?
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh