• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‘কোহলিকে রাগিও না, নইলে কপাল পুড়বে’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৪

বিরাট কোহলিকে রাগিও না। সে তেতে গেলে ১০ গুণ ভালো খেলবে। এতে তোমাদেরই কপাল পুড়বে। অস্ট্রেলিয়া ক্রিকেটারদের উদ্দেশে বললেন দেশটির সাবেক পেসার স্টুয়ার্ট ক্লার্ক।

এখন চলছে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ। এরই মধ্যে দুই ওয়ানডেতে হেরে অনেকটাই ব্যাকফুটে অজিরা। তবে ক্লার্কের কাছে সবচেয়ে খারাপ লেগেছে দ্বিতীয় ওয়ানডেতে ম্যাথু ওয়েড ও বিরাট কোহলির বাকবিতণ্ডা। এতে অবশ্য স্বদেশীকেই বেশি দোষী করছেন তিনি। একইসঙ্গে ভারতীয় অধিনায়ককে রাগাতে অজি ক্রিকেটারদের নিষেধও করলেন।

কোহলি-ওয়েড বাগযুদ্ধে জড়ান দ্বিতীয় ওয়ানডের ভারতীয় ইনিংসে। ওই সময় ৭৯ রান নিয়ে ব্যাট করছিলেন ভারতীয় অধিনায়ক। বল করছিলেন মার্কাস স্টোইনিস। স্ট্রাইকে ছিলেন কেদার জাদব। তবে বোলারের বল ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি তিনি। বলটি প্রথমে ধরতে পারেননি ওয়েডও। পরে ধরে তা নন-স্ট্রাইক প্রান্তে থ্রো করেন। এটি কোহলিকে লেগে হয়ে যায় বাই চার। সেটি নিয়ে তাদের মধ্যে হয় তুমুল ঝগড়া।

এর পরিপ্রেক্ষিতে ক্লার্ক বলেন, কোহলিকে ক্ষেপিও না। সে জাত ক্রিকেটার। তাকে তাতিয়ে দিলে ১০ গুণ ভালো খেলবে। অতীতে তা বহুবার দেখা গেছে। এতে কি হবে? তোমাদেরই কপাল পুড়বে।

২০০৫-০৯ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ক্লার্ক। অজিদের হয়ে ৩৯ ওয়ানডে ও ২৪টি টেস্ট খেলা এ পেসার বলেন, কোহলির সঙ্গে যা হয়েছে তা জ্ঞানহীন কাণ্ড। এতে কেবল উত্তপ্ত পরিস্থিতিরই সৃষ্টি হয়েছে। নিজেদের অনুকূলে কোনো ফল আসেনি।

ঘটনায় ত্যক্ত-বিরক্ত ক্লার্ক বরং স্লেজিং পরিহার করে অজি ক্রিকেটারদের নিজেদের খেলায় মনোযোগ দিতে বলেছেন। তিনি বলেন, আচরণ ঠিক কর। অন্যকে বিরক্ত কর না। নিজেদের খেলায় মনোযোগ দাও। এতে তোমাদেরই লাভ হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
অনিশ্চয়তায় কোহলিদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ!
X
Fresh