• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টি ব্লাস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন আফ্রিদি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৭, ১১:০১

ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন দীর্ঘদিন। সাদা পোশাকেও সেঞ্চুরি ছিল। তবে টি-টোয়েন্টি তা ছিল অধরা। এবার সেটিই করে দেখালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। যা ইংলিশ ঘরোয়া আসরটিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে টস জিতে হ্যাম্পশায়ারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ডার্বিশায়ার। কেলভিন ডিকেনসনকে নিয়ে দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন আফ্রিদি। অবশ্য মুখোমুখি প্রথম বলে রান করতে পারেননি তিনি। তবে ম্যাডসেনের ওই ওভারেই ৪টি চার মেরে জানিয়ে দেন দিনটি তার হতে চলেছে। মাত্র ২০ বলে ফিফটি পেয়ে যান পাকিস্তানের এ মারকুটে ব্যাটসম্যান। ২৫৬ টি-টোয়েন্টিতে এটি ছিল তার ১০ম ফিফটি। সবচে’ দ্রুততম ফিফটিও ছিল।

পরে ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেন আফ্রিদি। মাত্র ৪২ বলেই ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। তবে এরপর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি বুম বুম খ্যাত এ ডানহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৩ বলে ১০১ রান করে কটনের বলে আউট হন তিনি।

এ ঝড়ো ইনিংস খেলার পথে কমবেশি সবার ওপরই তোপ দাগিয়েছেন ৩৭ বছরের আফ্রিদি। ইমরান তাহির ও ম্যাট হেনরিকের ওপরেও ঝড় বয়ে গেছে।

আফ্রিদির জ্বলে ওঠার দিনে বড় জয় পেয়েছে হ্যাম্পশায়ার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৪৯ রানের সংগ্রহ গড়ে হ্যাম্পশায়ার। জবাবে ব্যাট করতে নেমে ১১০ রানেই অলআউট হয়ে যায় ডার্বিশায়ার। এতে ১৩৯ রানে জয় পায় আফ্রিদির দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh