• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

শীর্ষস্থান ধরে রাখলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৭, ১৭:৩০

ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার লর্ডস টেস্ট শেষে ক্রিকেটারদের হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এতে ব্যাপক উন্নতি ঘটেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলির। সদ্য সমাপ্ত টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট-বল হাতে সমান নৈপুণ্য প্রদর্শন করে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছেন তিনি।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘোষিত সবশেষ টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। তার চেয়ে ৯ রেটিং পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভারতের রবিন্দ্র জাদেজা। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন তারই স্বদেশী রবিচন্দ্রন অশ্বিন। আর চতুর্থ স্থানে উঠে গেছেন মঈন। এ নিয়ে প্রথমবারের মতো এ স্থান অধিকার করলেন তিনি। এ যাত্রায় বিচক্ষণ ক্রিকেটার পেছনে ফেলেছেন স্বদেশী বেন স্টোকসকে।

শুধু অলরাউন্ডার র‌্যাংকিংয়েই নয়, টেস্টে ব্যাটসম্যান ও বোলার র‌্যাংকিয়েও ব্যাপক উন্নতি হয়েছে মঈন আলির।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ৭ রান করেন মঈন আলি। একই টেস্টে বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট দখল করেন তিনি। একরকম দক্ষিণ আফ্রিকাকে একাই ধসিয়ে দেন এ অলরাউন্ডার। তার অনন্য পারফরম্যান্সে ভর করে প্রোটিয়াদের বিপক্ষে ওই টেস্টে ২১১ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। এখন ১৯ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ইংলিশরা।

টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এর পুরস্কারও পেয়েছেন মঈন। তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ২১তম স্থানে। এ তালিকায় শীর্ষে আছেন স্টিভ স্মিথ।

বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে মঈনের। ৯ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ১৯তম স্থানে।

অবস্থান-ক্রিকেটার (দেশ)-রেটিং

১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪৩১

২. রবিন্দ্র জাদেজা (ভারত) ৪২২

৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৪১৩

৪. মঈন আলি (ইংল্যান্ড) ৩৮৪

৫. বেন স্টোকস (ইংল্যান্ড) ৩১৯

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
ডিপিএল নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্যকে ‘দুষ্টুমি’ বলছেন পাপন
একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব
মেজাজ হারানোর দিনে সাকিবের নতুন কীর্তি 
X
Fresh