• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

যেখানে সবার ওপরে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুন ২০১৭, ২১:৩৩

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে ভেস্তে যায়। তবে দ্বিতীয় ওয়ানডেতে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। গেলো রোববার পোর্ট অব স্পেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১০ রানের সংগ্রহ গড়ে কোহলি বাহিনী। পরে জবাব দিতে নেমে ২০৫ রান তুলতে সক্ষম হয় ক্যারিবীয়রা। এতে ১০৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে টিম ইন্ডিয়া।

এদিন শুধু জয়ই পায়নি দলটি, ওয়ানডে ক্রিকেটে আরো একটি রেকর্ড নিজেদের দখলে নিয়েছে। ৩০০ বা এর বেশি রান করার কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছে তারা।

এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে ভারতের ৩০০ বা এর বেশি রান করার ঘটনা ঘটলো ৯৬ বার। এর পরের স্থানে আছে অস্ট্রেলিয়া। অজিদের এ কীর্তি আছে ৯৫বার। এ তালিকায় তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের এ কীর্তি আছে ৭৭বার। চতুর্থ স্থানে আছে পাকিস্তান। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আনপ্রিডেক্টেবল দলটি এ ঘটনা ঘটিয়েছে ৬৯বার। আর ৬৩বার এ কীর্তি গড়ে পঞ্চম স্থানে আছে শ্রীলঙ্কা।

তিন টপ অর্ডার ব্যাটসম্যান অজিঙ্কা রাহানের ১০৩, শিখর ধাওয়ানের ৬৩ ও বিরাট কোহলির ৮৭ রানের সুবাদে ৩০০ প্লাস সংগ্রহ পায় ভারত। তাদের অসাধারণ পারফরম্যান্সে রেকর্ডের পাতায় নতুন করে নাম লেখায় দলটি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
X
Fresh