• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গম্ভীরের সঙ্গে যে কারণে দা-কুমড়া সম্পর্ক আফ্রিদির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৭, ২০:৫৩

কয়েকদিন আগে বিদায়ী উপহার হিসেবে শহীদ আফ্রিদিকে জার্সি পাঠায় টিম ইন্ডিয়া। তাতে ভারতীয় দলের সব ক্রিকেটারের সই ছিল। এটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন বুমবুম খ্যাত ব্যাটসম্যান। এমন খবরে উচ্ছ্বসিত হন আরো অনেকে। সবাই বলেন, মাঠে যাহোক; এর বাইরে কিন্তু ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্কটা বন্ধুর মতোই।

এবার সেই সুরেই সুর মেলালেন শহীদ আফ্রিদি। বললেন, ভারতের প্রায় সব ক্রিকেটারের সঙ্গেই বন্ধুর মতো সম্পর্ক তার। পুরনোদের সঙ্গে যেমন, বর্তমান দলের ক্রিকেটারদের সঙ্গে তেমন। তবে ব্যতিক্রম শুধু গৌতম গম্ভীর।

আসছে ১ জুন ইংল্যান্ডে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭’র। এতে গ্রুপপর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ৪ জুন এজবাস্টনে হবে সেই মহারণ। ওই ম্যাচ নিয়ে সম্প্রতি নিজের মতামত শেয়ার করে আইসিসির ওয়েবসাইটে কলাম লিখেছেন আফ্রিদি। সেখানেই এসব কথা বলেন তিনি।

ওই ম্যাচে ভারতকে পাকিস্তান হারাবে বলে বিশ্বাস আফ্রিদির। কলামে তা নিয়ে আলোচনা করেছেন বেশ। তবে সবচে’ বেশি আলোচনা করেছেন ভারতের ক্রিকেটারদের সঙ্গে তার মধুর সম্পর্ক নিয়ে। বাদ দেননি গম্ভীরের সঙ্গে নিজের তিক্ত সম্পর্কের কথা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সম্পর্ক নিয়ে সাধারণ মানুষ যা মনে করেন আসলে তা নয়। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আমার সম্পর্ক বেশ মধুর। তবে গৌতম গম্ভীর বাদে।

ভারতীয় অভিজ্ঞ ওপেনার সম্পর্কে তিনি বলেন, আমি বলব ও ঠিক বন্ধুসুলভ নয়। শিগগিরই আমাদের একসঙ্গে কোনো আড্ডায় (কফি শপে) দেখার সম্ভাবনা নেই বললেই চলে।

গম্ভীরের সঙ্গে সম্পর্ক কেন ভালো নয়? সেটির ব্যাখ্যাও দিয়েছেন আফ্রিদি। বলেন, ২০০৭ সালে কানপুর ম্যাচে তার সঙ্গে একটু লেগে গেছিল। ক্রিকেট বিশ্বে সেটি ব্যাপক আলোড়ন তোলে। সেটিকে কেন্দ্র করে একাধিক সংবাদমাধ্যমে খবর এসেছে। আমি অবশ্য সব ভুলে গেছি। সেগুলো খেলারই অংশ। তবে আমার মনে হয় গৌতম সেটি ভুলতে পারেনি। ওর জন্য শুভকামনা।

ভারতের কোন ক্রিকেটারের সঙ্গে নিজের সখ্য বেশি তাও নির্দ্বিধায় উল্লেখ করেছেন এ ড্যাশিং ব্যাটসম্যান। শহীদ আফ্রিদি বলেন, হরভজন সিং, যুবরাজ সিং ও জহির খানের সঙ্গে তার সম্পর্ক খুবই মধুর। তাদের সঙ্গে তার আড্ডা চলতো ড্রেশিং রুম, ড্রয়িং রুম থেকে বেড রুম পর্যন্ত।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh