• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ঘের থেকে স্যাটেলাইট ট্যাগ লাগানো কুমির উদ্ধার
বাগেরহাটের চিতলমারীর একটি মৎস্য ঘের থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) রাতে চিতলমারী উপজেলার দক্ষিণ শৈলদাহ গ্রামের মোঃ হাসান শেখের মৎস্য ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।  স্থানীয়রা জানান, হঠাৎ করে মৎস্য ঘেরে কুমিরটি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমির দেখতে ভিড় জমায়। এক পর্যায়ে সবাই মিলে কুমিরটিকে উদ্ধার করে। কুমিরের শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার রয়েছে। ট্রাকে করে কুমির খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার (ডিএফও)‘র কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।  চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন বলেন, কেউ যাতে কুমিরটির ক্ষতি না করে সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছিল। খবর শোনার পর থেকে আমরা বন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করেছি। খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর নেতৃত্বে একটি দল ট্রাকে করে কুমিরটিকে খুলনায় নিয়ে গেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তার (ডিএফও)নির্মল কুমার পাল বলেন, আমরা কুমিরটিকে উদ্ধার করেছি। কুমিরটি সুস্থ রয়েছে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে। প্রসঙ্গত, গবেষণার মাধ্যমে সুন্দরবনের কুমিরের চলাচল ও গতিপথ জানার জন্য গত ১৩ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সময়ে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে চারটি কুমির সুন্দরবনের হারবাড়িয়া পয়েন্টে অবমুক্ত করা হয়। ৪টি কুমিরের ৩টি কুমিরের অবস্থান সুন্দরবনে পাওয়া গেলেও, অন্য একটি কুমিরের অবস্থান মোংলা, বাগেরহাট, মোরেলগন্জ, পিরোজপুর এলাকায় পাওয়া গেছে বিভিন্ন সময়।
১৩ এপ্রিল ২০২৪, ০২:০৫

সুইডেনের রাজকন্যাকে বরণে প্রস্তুত খুলনা
খুলনার কয়রায় মঙ্গলবার (১৯ মার্চ) যাচ্ছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের রাজকন্যা প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া। তাকে বরণে প্রস্তুত খুলনা ও কয়রাবাসী। সুন্দরবনঘেরা এই উপজেলায় ক্রাউন প্রিন্সেসের আগমনে এরইমধ্যে সাজ সাজ রব বিরাজ করছে। তার আগমন উপলক্ষে উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকাজুড়ে নিরপত্তার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার পরিছন্ন করা হচ্ছে। তার পরিদর্শনের জায়গাগুলো পরিপাটিভাবে গোছানোর কাজও শেষ পর্যায়ে। এ বিষয়ে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, আগামী ১৮-২১ মার্চ সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশে অবস্থান করবেন। এর মধ্যে ১৯ মার্চ তিনি বাংলাদেশের সর্ব দক্ষিণে সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শন করবেন। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দূর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়ার আমাদের পরিষদে আসবেন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো হচ্ছে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথির কয়রায় আগমনে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্টীয় অতিথিকে বরণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। কয়রায় প্রায় ৪১ হাজার জনসংখ্যার এ ইউনিয়নের ১২ গ্রামের মানুষের সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। বছরের তিন মাস বৃষ্টির পানিতে চললেও বাকি ৯ মাস অনেক কষ্ট সহ্য করতে হয়। খাবার পানি নিরসনে ইউনিয়নের ভাগবা, মহেশ্বরীপুর, সাতহালিয়া ও নয়ানি গ্রামে চারটি রেইন ওয়াটার হার্ভেস্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১ হাজার ৬০০ উপকারভোগী কার্ড সিস্টেমের মাধ্যমে ছয় মাস খাবার পানি সংগ্রহ করতে পারেন। বাকি ছয় মাস এসব উপকারভোগীকেও ড্রামপ্রতি ৬০ টাকা দিয়ে খাবার পানি কিনতে হয়। তবে ঘর-গৃহস্থালিসহ অন্যান্য কাজ নদীর নোনা পানি দিয়েই সারতে হয়। এতে সারা বছর তাদের স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়।
১৯ মার্চ ২০২৪, ০৯:৫১

সিলেটের বিপক্ষে লড়াকু পুঁজি পেল খুলনা
চলমান বিপিএলে দুর্দান্ত ভাবে শুরু করেছিল খুলনা টাইগার্স। প্রথম চার ম্যাচ জিতে আশা জাগিয়েছিল প্লে-অফ খেলার। তবে পরের সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বিজয়ের দল। এতে প্লে-অফ থেকে ছিটকে গেছে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে সিলেটকে ১২৯ রানের লক্ষ্য দিয়েছে খুলনা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা। তবে ইনিংস বড় করতে পারেনি এনামুল হক বিজয়। ৯ বলে ১০ রান করে বোল্ড আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি হাবিবুর রহমানও। ১৪ বলে ৩ রান করে আউট হন তিনি। হাবিবুরের পর ১২ বলে ১১ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আফিফ হোসেন। ৩১ বলে নিজের ফিফটি পূরণ করেন এই বাঁহাতি ব্যাটার। ৩৫ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন তিনি। ৬ বলে ৮ রান করে জেসন হোল্ডার আউট হলে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ওয়েন পারনেল। ১৪ বলে ২১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ১৮তম ওভারের প্রথম বলে বেনি হা্ওয়েলকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন নাহিদুজ্জামান। ৮ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত আরিফ আহমেদের ৪ রান এবং রুবেলের ১০ বলে ৬ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় খুলনা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন বেনি হা্ওয়েল। শাফিকুল ইসলাম ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। এ ছাড়া সামিত প্যাটেল এক উইকেট শিকার করেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

বিপিএল ২০২৪ / নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে খুলনা
চলমান বিপিএলে কুমিল্লাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। এতে সিলেটের বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচটি খুলনা জন্য শুধুই নিয়ম রক্ষার। দুই দলেরই দশম আসের শেষ ম্যাচ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), জন রুস, জেসন হোল্ডার, হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, আরিফ আহমেদ, রুবেল হোসেন, নাহিদুল ইসলাম, ওশানে থমাস। সিলেট স্ট্রাইকার্স একাদশ : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, সামিত প্যাটেল, কেনার লুইস, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম।  
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪১

প্লে-অফ খেলতে যে সমীকরণের মুখোমুখি খুলনা ও বরিশাল
চলমান বিপিএলে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। কুমিল্লার পর তৃতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এতে কঠিন সমীকরণে সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) খুলনাকে ৬৫ রানের ব্যবধানে হারিয়ে প্লে-অফে উঠেছে চট্টগ্রাম। এতে শেষ চারের টিকিট পেতে বরিশালের জন্য সমীকরণটা সহজ হলেও কঠিন হয়েছে খুলনার জন্য। লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে পয়েন্ট টেবিলের চারে রয়েছে তামিম ইকবালের দল। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবেন না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। এতে ১০ পয়েন্ট নিয়ে বরিশালের পরেই রয়েছে বিজয়ের দল। রান রেটও ভালো অবস্থানে নেই খুলনার। তাই কুমিল্লার কাছে বরিশাল যেনো বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। কুমিল্লার কাছে যদি বরিশাল হারের দিনের দ্বিতীয় ম্যাচে প্লে-অফে ওঠার সমীকরণ জেনেই সিলেটের বিপক্ষে মাঠে নামবে খুলনা। সেক্ষেত্রে সিলেটকে বড় ব্যবধানে হারাতে হতে পারে তাদের। তাই আগামী ২৩ ফেব্রুয়ারি মিরপুরে দুইটি ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কুমিল্লাকে মোকাবিলা করবে বরিশাল। দ্বিতীয় ম্যাচে সিলেটের মুখোমুখি হবে খুলনা। এই লড়াই দিয়ে শেষ হবে বিপিএলের দশম আসরের লিগ পর্ব।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৩

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ দিন আজ (২০ ফেব্রুয়ারি)। অন্যদিকে রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসভির মুখোমুখি ডর্টমুন্ড। এ ছাড়াও আছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও পিএসএলের ম্যাচ। বিপিএল চট্টগ্রাম-খুলনা বেলা ১টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি কুমিল্লা-রংপুর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও গাজী টিভি পিএসএল মুলতান-ইসলামাবাদ রাত ৮টা, পিটিভি স্পোর্টস ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি-ব্রেন্টফোর্ড রাত ১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ উয়েফা চ্যাম্পিয়নস লিগ পিএসভি-ডর্টমুন্ড রাত ২টা, সনি স্পোর্টস ১ ইন্টার মিলান-আতলেতিকো রাত ২টা, সনি স্পোর্টস ২
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭

খুবির ৩ ছাত্রকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের জিরো পয়েন্ট এলাকায় প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে তারা।  এ ঘটনায় পুলিশ ২ পরিবহন শ্রমিককে আটক করেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। শিক্ষার্থীরা জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নব্য সকালে তার অসুস্থ মাকে নিয়ে পাইকগাছা থেকে বাসে খুলনায় ফিরছিলেন। পথিমধ্যে বাসের হেলপার ও সুপারভাইজার তার সঙ্গে খারাপ ব্যবহার করে। বিষয়টি তিনি অন্য শিক্ষার্থীদের জানালে তারা জিরো পয়েন্ট এলাকায় আসে। তখন পরিবহন শ্রমিকরা একত্রিত হয়ে শিক্ষার্থী নব্য, আসিফ মাহমুদ ও অলোকেশকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টায় জিরো পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে ২ পরিবহন শ্রমিককে আটক করে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ কর্মকর্তারা। বেলা ১২টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আহত তিন শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে দুই পরিবহন শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন, ওই দুজনই তাদের মারধর করেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৩

ঢাকার দশম হারে জয়ে ফিরল খুলনা
চলমান বিপিএলে প্রথম চার জিতে দুর্দান্তভাবে আসর শুরু করলেও, টানা পাঁচ হাকে ব্যাটফুটে চলে গিয়েছিল খুলনা টাইগার্স। তবে নিজেদের দশম ম্যাচে দুর্দান্ত ঢাকা পাঁচ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছেন বিজয়-আফিফরা। এতে চট্টগ্রামকে হটিয়ে টেবিলের চারে উঠে এসেছে খুলনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্দান্ত ঢাকা। আগে ব্যাট করে খুলনাকে ১২৯ রানের সহজ লক্ষ্য দেয় তাসকিন-শরিফুলরা। জবাব দিতে নেমে ২৩ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় খুলনা। এতে পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল বিজয়ের দল। অন্যদিকে টানা দশম হারের তিতো স্বাদ পেয়েছে রাজধানীর দলটি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। ইনিংসের প্রথম বলেই বোল্ড আউট হন এনামুল হক বিজয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ইভেন লুইস। ৩ বলে ৪ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়ে শরিফুলের দ্বিতীয় শিকার হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তৃতীয় উইকেটে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমান। ৩০ বলে ৪০ রান করেন তিনি। ডি সিলভাকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শাই হোপ। ২৮ বলে ৩২ রান করে খুলনাকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। এরপর ব্যাট চালাতে থাকেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত পার্নেলের ৫ বলে ৫ রান এবং আফিফের ২১ বলের অপরাজিত ৪৩ রানে ভর করে ২৩ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা। দুর্দান্ত ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও এক উইকেট নেন চতুরাঙ্গা ডি সিলভা। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ঢাকা। ১১ বলে ৫ রান করে নাঈম শেখ আউট হলে, ডাক আউট হয়ে তাকে সঙ্গ দেন সাইফ হাসান। অ্যালেক্স রোসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার অ্যাডম রোসিংটন। ১২ বলে ১৮ রান রোসিংটন আউট হলে, রোসকে সঙ্গ দেন ইরফান শুক্কুর। ২৬ বলে ২৫ রান করে ইরফান আউট হলে, ৩৫ বলে ২৫ রান করে রান আউট হন রোস। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সেন উইলিয়ামস। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকতের ২৩ বলে ২৬ রান এবং চতুরাঙ্গা ডি সিলভার ১১ বলে অপরাজিত ১৭ রানে ভর করে সাত উইকেট হারিয়ে ১২৮ রানের লড়াকু পুঁজি পায় ঢাকা। খুলনা টাইগার্সের হয়ে ওয়েন পার্নেল ও মুকিদুল ইসলাম তিনটি করে উইকেট নেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫

কুমিল্লার বিপক্ষে লড়াকু পুঁজি পেল খুলনা
চলমান বিপিএলে লিগ পর্বের প্রথম দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৩৪ রানের হেরেছিল খুলনা টাইগার্স। লিগ পর্বের দ্বিতীয় দেখায় আবারও কুমিল্লার মুখোমুখি হয়েছে হয়ে খুলনা। এই ম্যাচে লিটন-মোস্তাফিজদের ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে বিজয়ের দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে খুলনা টাইগার্সের দুই ওপেনার আফিফ হোসেন ও অ্যালেক্স হেলস। তবে ইনিংস বড় করতে পারেননি হেলস। ১৭ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটার। তৃতীয় উইকেটে পিচে এসে ব্যাট চালাতে থাকেন এনামুল হক বিজয়। ১৩ বলে ১৮ রান করেন তিনি। ৩৩ বলে ২৯ রান করে আউট হন আফিফ। আলিস ইসলামের বলে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর খুলনা শিবিরে হাল ধরেন ইভেন লুইস ও মাহমুদুল হাসান জয়। দুজনের ব্যাটে ভর করে শতক পূরণ করে খুলনা। চতুর্থ উইকেটে ৩৩ বলে অর্ধশত রানের জুটি গড়েন লুইস ও মাহমুদুল। ১৯ বলে ২৮ রান করে আউট হন জয়। ম্যাথিউ ফোর্ডকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ডান হাতি ব্যাটার। এরপর ব্যাট চালাতে থাকেন লুইস। ২০ বলে ৩৬ রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। মঈন আলীকে ছক্কা হাঁকাতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। এক বল পরেই বোল্ড হন লুক উড।   শেষ দিকে নাসুমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওয়েন পার্নেল। নাসুমের ২ রান এবং পার্নেলের ১১ বলে ১৮ রানের ইনিংসে ভর করে আট উইকেট হারিয়ে ১৬৪ রানের লড়াকু পুঁজি পায় খুলনা টাইগার্স।   কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে ম্যাথিউ ফোর্ড ও মঈন আলী দুটি করে উইকেট নেন। এ ছাড়া আলিস ইসলাম ও মোম্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪

বিপিএল ২০২৪ / টস জিতে ব্যাটিংয়ে খুলনা টাইগার্স
চলমান বিপিএলে টানা চার ম্যাচ জিতে নজর কেড়েছিল খুলনা টাইগার্স। তবে পরের চার ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে খুলনা। নিজেদের নবম ম্যাচে কুমিল্লা ভিক্টোয়িান্সের মুখোমুখি হয়েছে বিজয়ের দল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। দুই দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। খুলনা একাদশ : এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, আফিফ হোসেন ধ্রুব, মুকিদুল ইসলাম, অ্যালেক্স হেলস, লুক উড, মাহমুদুল হাসান জয়, ওয়াইন পার্নেল, নাহিদ রানা, রুবেল হোসেন ও নাসুম আহমেদ। কুমিল্লা একাদশ : লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মঈম আলী, উইল জ্যাকস, জনসন চালর্স, জাকের আলী, ম্যাথিউ ফোর্ড, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান ও আলিস ইসলাম।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়